Mullyo Bengali Poem in Bengali fonts
Poem: Mullyo (মূল্য)
Writer: Suman Mondal
Mullyo Bengali Poem written in Bengali:
প্রতি
নিয়ত শিখছি..
বেঁচে থাকার কায়দা..
কখনো জানলাতে চোখ রেখে..
কখনো বা মেঘটা কে দেখে..
তোমার রূপকে আড়াল করার ক্ষমতা আমার নেই…
কিছুক্ষণের জন্যও তুমি শুধু আমার…
তোমার কথারা চার দেওয়ালে বন্দী..
ফোনের প্রেমালাপ চলত..
মাঝরাতে তোমার টানে আমি মিথ্যুক সেজেছি…
সব কথা বলা হয়নি…
ওগুলো না বলাই থাক…
পাপড়ি গুলো শুকিয়ে গেছে..
মূল্য হারিয়েছে দু টাকার গোলাপ ।
বেঁচে থাকার কায়দা..
কখনো জানলাতে চোখ রেখে..
কখনো বা মেঘটা কে দেখে..
তোমার রূপকে আড়াল করার ক্ষমতা আমার নেই…
কিছুক্ষণের জন্যও তুমি শুধু আমার…
তোমার কথারা চার দেওয়ালে বন্দী..
ফোনের প্রেমালাপ চলত..
মাঝরাতে তোমার টানে আমি মিথ্যুক সেজেছি…
সব কথা বলা হয়নি…
ওগুলো না বলাই থাক…
পাপড়ি গুলো শুকিয়ে গেছে..
মূল্য হারিয়েছে দু টাকার গোলাপ ।