Baba, Maa arr ami- bengali poem by Srijato Bandyopadhyay
- Poem: Baba, Maa Arr Ami
- Writer: Srijato Bandyopadhyay
Father's Day Poem in Bengali:
-- "Kon class holo or?"
Srijato Bengali Poem:
হয়তো একদিন আমি ঘুমোচ্ছিলাম, বাবা বাইরে গেছিল,
মা-র পুরনো প্রেমিক এসে আমায় দেখে বলেছে -- "কোন ক্লাস হল ওর?"
হয়তো আরও একদিন আমি ঘুমোচ্ছিলাম, মা বাইরে গেছিল,
বাবার পুরনো প্রেমিকা এসে আমায় দেখে বলেছে
-- "একদম তোমার মতো"
আজ এত বছর পর ঘুম ভেঙে
আমি আবার খুঁজছি সেই দুজন কে ।
দুজনের মধ্যে কি দেখা হয়েছে কখনও?
প্রেম?
বিয়ে করে শহরের বাইরে আছে কোথাও?
এখন গিয়ে থাকা যায় না, তাদের সঙ্গে?
বাবাকে নিয়ে কবিতা: এখানে ক্লিক করুন
Tags: Srijato kobita, bengali poem by srijato, srijato bengali kobita, Srijato Poem