Bengali poem in Bengali font
আবার যদি তোকেচেনা ছকে বেঁধে ফেলি…
জীবন খেলবে তখন কানামাছি ।।
যাদের জন্ম কাঁটাতারে,
তোকে ছুঁয়ে দেখার অভিপ্রায়…
তাদের কাছে একরকমের আভিজাত্য ।।
সবার জীবনেই একটা ভুল থাকে
আমারও আছে...
প্রতিটি প্রত্যাখ্যান,
বাঁচার রসদ যুগিয়েছে ।।
কিছু পাওয়া,
হাতের মুঠো খুললেই শেষ ।
তবুও চেয়েছি...
গরমিলে হিসাব মেলাতে ।।
যে ভোরে কাক ডাকে না,
রোদ-ছাঁয়া মিলিয়ে দেয় না দিগন্তরেখা...
যে ভোরে ঘুম-কাতুরে মন জাগতে চায় না...
সেই ভোরে মোহর এনেছি..
আমার সব বিকিয়ে দিয়ে ।।
শেষাংশ বিদ্রূপ করে হেসেছিল...
সে ভালো আছে..
তার বুকে মাথা রেখে ।।
Some of my written poems which you may like to read:
1. আমার সময় ফুরিয়ে এসেছে
2. থাক তবে আজ
3. আমার সীমিত সামর্থ্যে
4. মূল্য
Abar jodi tokey,
chena chokhe bendhe feli...
jibon khelbe tokhon kanamachi
jader janmo kantatare,
toke chuye dekhar obhiprai...
tader kache ekrokomer abhijatyo.
sobar jibonei ekta bhul thake
Amar oh ache
proti ti pratyakhyan
banchar rosod jugieche
kichu pawa,
Haat er mutho khullei shesh
tobuo cheyechi..
gormile hisab melate
je bhore kaak dake na
roud-chaya milie dei na digonto rekha
je bhore ghum-kature monjagte chaina
sei bhore mohor enechi
amar sob bikie diye
sheshangso bidrup kore hesechilo
se bhalo ache,
tar buke matha rekhe