Bengali love poem written in Bengali for girlfriend. Eti tomar pagol (ইতি তোমার পাগল)
Poem: Eti tomar Pagol (ইতি তোমার পাগল)
Written by: Suman
হঠাৎ যেদিন তোমায় দেখি
এই হৃদয় মাঝে কোনো অনুভূতির সঞ্চার হয়নি
শুধুই ভালো লেগেছিল তোমায়...
হঠাৎ যখন তোমায় ভাবি
এই মনের মাঝে আবেগের সঞ্চার হয়নি
শুধুই ভেবেছিলাম তোমায়...
হঠাৎ যখন তুমি কাছে এলে
এই দুহাত তোমায় জড়িয়ে ধরে নি
শুধুই দুচোখ ভরে দেখেছিলাম তোমায়
হঠাৎ যেদিন তুমি দুরে সরে গেলে
এই ঠুনকো হৃদয় ভেঙে যায় নি
শুধুই কাঁদিয়েছিলে তুমি আমায়...
এটা কি ভালোবাসা নাকি অন্যকিছু?
যার সৃষ্টি আছে, হয়তো ধ্বংস নেই
তাই তো আজ আমি পাগল
তোমার জন্য পাগল
~ইতি তোমার পাগল
eti tomar pagol