Bengali poem ami aaj hariye giyechi
Poem: আমি আজ হারিয়ে গিয়েছিWriter: Suman
আমি আজ হারিয়ে গিয়েছি
আমার নিজেরই ভিতরে
জেগে থাকা চেতনাগুলো
গিলে নিয়েছি, জলের সাথে আহারে ।
ছুঁড়ে ফেলেছি
প্রেম নিয়ে যত আদিখ্যেতা ছিল।
ঘুম দিয়ে স্বপ্ন কিনেছি
পেয়েছি নতুন পথের আলো।।
Collection of Bengali sad poems:
আরও বাংলা দুঃখের কবিতা পড়তে হলে এখানে ক্লিক করুন
কাউকে নিয়ে অতিরিক্ত প্রত্যাশা করো না
সময় চলে যাবে,
বয়স বেড়ে যাবে;
সেই দিনটি কখনও আসবে না।।
আলাদীনের আশ্চর্য প্রদীপ দিয়ে
বিনাশ করবো প্রেম নামক ন্যাকামির,
ভালোবাসার সুতো সূঁচে পড়িয়ে
সূচনা করবো ন্যাকামিহীন আগামির ।।