Bengali sad poem 2018 in bengali font
Poem: Ochena Kew Kobita Hoye Elo (অচেনা কেউ কবিতা হয়ে এল)
Writer: Suman
সভ্য সমাজের মাঝে কিছু কীটের বাস,
জীবনের অন্তরালে ভালোমন্দের সহবাস।
স্বপ্নের বিছানাতে আজ দুঃস্বপ্নের চাদর,
আকাশের রামধনুতে জ্যোৎস্নার আদর।
টিক-টিক শব্দে ঘড়িটা ছোটে,
ফেলে আসা দিনের স্মৃতি গুলো ফোটে।
বন্ধুত্ব দিয়ে সম্পর্কের শুরু,
অজান্তে মন করে উরু উরু।
নিছকই ছিল সেটা ভালোলাগা,
তারই সাথে সারারাত জাগা।
গুটিকতক প্রশ্নের মুখোমুখি;
বন্ধু না প্রেমিকা?
সম্পর্ক টা কি?
উত্তর জেনেও, না জানার ভান করি
কারোর না, তুই আমারই পরি ।
স্বার্থের রোদে,
প্রেমের শিশির শুকিয়ে যায়;
সবই মিথ্যে,
শুধু সময়ের অপচয়।
কল্পনাপ্রবণ দৃষ্টি আজ
বাস্তবের চোখরাঙানি দেখেছে,
মরীচিকার পেছনে ছুটতে গিয়ে
কত রাত কেটেছে!!
অভিমানী এই মন আজ বন্দী হয়েছে
বাস্তবের বেড়াজালে,
ছলছল দুনয়ন আজ কাঁদতে চেয়েছে,
সবার আড়ালে ।।