Poem: Ekla (একলা)
Written by: Suman Mondal
এইতো একলা বেশ আছি ।
কোনো ন্যাকামি নেই,
আদিখ্যেতাও নেই ।
সহজে সরলে বাঁচি ।
বোবা রাত্তির আজ
মনে মনে কথা বলে ।
ঘুষখোর মন আজ
প্রতারকের দলে ।
ভালোবাসার কোনো সংজ্ঞা হয় না ।
কিছুটা পাগলামি, আর কিছুটা
নারী চরিত্রের চরম ছলনা ।
সে ভালোবাসা আমরা শিখিনি-
যেখানে মনের হাতেই থাকে লাগাম ।
সবটাই এখন মস্তিষ্কের ভাঁড়ামি,
সেখানে দেহের প্রতিই থাকে টান ।।
Eitoh ekla besh achi..
Kono nyakami nei,
adikhyatao nei...
Sohoje soroley banchi...
Boba rattir aaj mone mone katha bole,
ghus khor mon aaj protaroker doley...
Bhalobasar kono songya hoy na...
Kichuta paglami,
r kichu ta nari choritrer chorom cholona...
Shey bhalobasa amra sikhini...
Jekhane mon er haatei thake lagam...
Sobtai ekhon mostisker bharami...
Sekhane dehor proti thake taan ||