I hate love bengali poem

I hate love bengali poem

Poem: I hate love
Writer: Suman

অপার্থিব বস্তগুলোকে আঁকড়ে ধরে
বেঁচে আছি ।
জড়দের মাঝেও খুঁজে পেয়েছি প্রাণ ।
নিজের টানা গন্ডিতে আটকে গেছি,
নেই আর কোনো পিছুটান ।

শুধু একটিবার ছুঁতে চাই তাকে,
সব কিছু হারাবার আগে;
শেষের শেষটুকু
হাওয়ায় মিলিয়ে যাবে ।
অভিনয় করি,
তবু নয় আমি অভিনেতা;
নয় কবি, তবু লিখি
তোমায় নিয়ে কবিতা ।

ভাগ্যিস তুমি নেই,
তাইতো আজ সুপ্ত প্রতিভা গুলো প্রাণ পেল;
জীবনের রঙ্গশালায়,
আরও একটা সম্পর্ক শহীদ হল ।।


oparthibo bostu gulo k akrey dhore benchey achi...
joroder majhew khunje peyechi pran |
nijer tana gondi tey aatkey gechi...
nei aar kono pichu taan ||

sudhu ektibar chutey chai takey...

sob kichu harabar agey,
sesher seshtuku,
hawai miliye jabey ||

obhinoy kori,
tobu noy ami obhineta...
noi kobi,
tobu likhi, tomai niye kobita ||

bhaggish tumi nei,
taitoh aaj supto protibha gulo pran pelo...
jiboner rongoshalai,
aaro ekta somporko sohid holo ||
326404665953066090

TRENDING NOW

326404665953066090