Bhoy Dekhas Na Please Lyrics (ভয় দেখাস না প্লিজ) Arijit Singh | Hawa Bodol
Bhoy Dekhas Na Please Lyrics
Song: Bhoy Dekhas Na Please
Singer: Arijit Singh & Sunidhi Chauhan
Movie: Hawa Bodol
Music: Indradip Dasgupta
Lyrics: Angshuman Chakraborty
Cast: Parambrata, Rudranil, Raima & Others
Bhoy Dekhas Na please song is from the movie "Hawa Bodol". This song has three versions. One version is permormed by Arijit Singh, another one by Sunidhi Chauhan & the last one was sung by K Mohan. Bhoy Dekhas Na Please Song Lyrics.
ভয় দেখাস না প্লিজ গানটি হল হাওয়া বদল সিনেমার গান। গানটি গেয়েছেন অরিজিৎ সিং ও সুনিধি চৌহান। সুরকার হলেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। কথা লিখেছেন অংশুমান চক্রবর্তী।
Bhoy dekhas na please lyrics in Bengali:
ভয় দেখাস না প্লিজ।
আমি বদলে গিয়েও ঘরে ফিরতে চাই।
তবু তোর দু চোখের রোদ,
ফিরতে মানা করবে সেই, ভয় পাই।
এই শরীরটাই যা তুই চিনিস
বাদ বাকি, আমি আনকোরা
জোর করে তবু সই পাতাই
গল্প বানাই, মনগড়া
আমার অন্য রাজ্যপাট
আমি ঘর পালানো পাখির ছদ্মবেশ
তোর কাঁধেতে বসে
আর গান শোনাবো, পাই যদি আদেশ
অনেক রাতের পর,
খেলনা বাটির লোভ দেখাস যদি
আবার ফিরবো ঘর
ঠোঁট ফুলিয়ে ছোট্ট এই নদী।
ভুলে গেলে তুই
হাতড়ে ফিরবো অন্ধকারের গান,
জমলে ধুলো গায়ে, জোছনায় করবো স্নান
জমলে ধুলো গায়ে, জোছনায় করবো স্নান।
তুই এক ফালি আকাশ,
আমি ভুল করে ঢোকা একলা শঙ্খচিল।
তুই আমার বাতাস, তবু ফিরতে হবে বল দেখি মুশকিল
জানি ফেরার পর তুই আমায়, হাঁটতে দেখলেও চিনবি না
তোর দেওয়া এই ডাকনামে ভুল করেও আর ডাকবি না।
শুধু কোন বাদলা দিনের ভোর,
তোর স্বপ্নে উড়বে কাঁচপোকাদের ভুল
ঘুমে কাঁদবি তুই, আর গুনবো আমি বদলানোর মাশুল।
অনেক রাতের পর,
খেলনা বাটির লোভ দেখাস যদি
আবার ফিরবো ঘর
ঠোঁট ফুলিয়ে ছোট্ট এই নদী।
ভুলে গেলে তুই
হাতড়ে ফিরবো অন্ধকারের গান,
জমলে ধুলো গায়ে, জোছনায় করবো স্নান
জমলে ধুলো গায়ে, জোছনায় করবো স্নান।
ভয় দেখাস না প্লিজ
আমি বদলে গিয়েও ঘরে ফিরতে চাই
তবু তোর দু চোখের রোদ
ফিরতে মানা করবে সেই, ভয় পাই
ভয় দেখাস না প্লিজ গানের কথা:
Bhoy dekhas na plz ami bodle giyeo ghorey firtey chai tobu tor du chokher raud firtey mana korbey sei bhoy paai
ei shorir tai ja tui chinis baad baki ami ankora jor korey tobu soi patai golpo banai mon gora
tui ek fali akash ami bhul korey dhoka ekla shonkho chil tui amar batas tobu firtei hobey bol dekhi mushkil
jani ferar porey tui amai hant-tey dekhleo chinbi na tor dewa ei daak naamey bhul koreo ar dakbi na