from "chowache kolom"
দেখি উড়ো পাখি
বিষ্ময়হীন কত
পথচারী ক্লান্ত এভাবে
দাঁড়িয়ে পড়েছে ।
মৌন তখন খসে পড়ে
চাঁদ কুচি কুচি হয়ে
রাস্তা যেভাবে ভেজেনি ।
আমার সমস্ত অতীত-
একটি বাক্যে লিখে ফেলা যেতো
যদি তোমায় এড়িয়ে চলতাম ।
biswoiheen koto
pothochari klanto ebhabey
dariye porechey
mouno tokhon khosey porey
chand kuchi kuchi hoye
rasta jebhabey bhejeni |
amar somosto otit-
ekti bakye likhey fela jeto
Jodi tomai eriye choltam |