Raat Jaye Lyrics Anindya Chatterjee From Alik Sukh
Song: Raat JayeMovie: Alik Sukh
Singer, Music, Lyrics: Anindya Chatterjee
Cast: Rituparna Sengupta, Sohini, Soumitra Chatterjee, Debsankar Halder
Raat Jaye song is from the movie "Alik Sukh" (অলীক সুখ). This song is sung & composed by Anindya Chatterjee. Raat Jaye is often spelled as Raat Jaai.
Raat Jaye Lyrics in Bengali by Anindya Chatterjee:
না ফোটা কুসুম,
বোবা মরসুম ।
মেঘে ঢাকা মন,
জাগে শীত ঘুম ।
রং হারানো ফুল,
ভাঙা এ পুতুল ।
ক্লান্ত এক বিকেল,
জ্যান্ত একটা ভুল।
কে জানে কী হয়,
এই বেচাল হৃদয় ।
কিছু জমা থাকে,
কিছু হয় অপচয় ।
কেন কান্না জড়াল, ছায়ায় ছায়ায় ।
রাত যায়, রাত যায়
অগোছালো মেঘে ।
দেরী হলেও এসো,
আমি থাকবো জেগে ।
চেনা পথ গলির ভেতর,
অচেনা জল হাতের পাতায় ।
যে তোকে ছোঁয়,
আসলে কে তোর?!
সে ফিরে যায় বৃষ্টি মাথায় ।
কে জানে কী চায়,
এই বেকুব হৃদয় ।
কিসে জমা থাকে,
সবই বৃথা সঞ্চয় ।
কেন কান্না বালিশে, ছায়ায় ছায়ায় ।
রাত যায়, রাত যায়
অগোছালো মেঘে ।
দেরী হলেও এসো,
আমি থাকবো জেগে ।
রাত যায় গানের লিরিক্স অনিন্দ্য চ্যাটার্জী:
Raat jaye raat jaye ogochhalo meghe
deri holeo eso,
Ami thakbo jegey.
chena path golir bhetor,
ochena jol haater paatai.
je tokey chhoy,
asoley ke tor!!
sey fire jaai bristi mathai.
ke janey ki chai
ei baykub hriday
kisey joma thakey??
sobi britha sonchoy
keno kanna balishey chhayai chhayai.
Raat jaai raat jaai ogochhalo meghe
deri holeo eso,
Ami thakbo jegey.