Tui Banchtey Chawar Karon Poem by Suman Mondal
Written by: Suman Mondal
কল্পনার আলপনায় সাজানো..
পাখি গুলো এখনো উড়তে শেখেনি..
আমার বানানো প্রাসাদ..
দুর্বল কিছু মন্ত্রী..
তোকে বেঁধে রাখতে পারেনি..
কত রঙের আলো..
তার-ই মাঝে তুই..
এই দুই চোখ তোকে চেনে..
পূর্ণিমার আলো দরজা ছুঁয়ে তোকে খোঁজে..
কথা দিয়েছি আরো একদিন আসতে..
তোর শরীরে তাকে খুঁজতে..
শেষ হওয়ার আলিঙ্গন..
দুঃখের ঘেরাটোপে, তুই বাঁচতে চাওয়ার কারন ।।
Tags: bengali love poem, bengali poem, bangla kobita, bengali kobita, romantic bengali poem, bengali poem in bengali fonts, bangla kobita written in bengali fonts