Valentines day bengali poem 2017
Poem: "Moner Manush"Writer: Suman (www.amarkobita4u.com)
দুর্গম হোক সে পথ
সে পথের বাঁকে লুকানো থাক
ঝিঁ ঝিঁ পোঁকার ডাক ;
রাত নামলে তারাদের মাঝে
ছড়িয়ে দি
আমার বানানো প্রেমগাঁথা ।
চাঁদের উস্কানি-তে মেঘেরা হোক
ডাক পিয়ন;
তোর ঠিকানা তে পৌঁছে যাক
আমার অচেনা কন্ঠস্বরের সাতকাহন ।।
বাস্তবের চোখরাঙানি তে
প্রেম হল সোনার পাথরবাটি ।
তাই স্বপ্নও দেখি না ;
তাতে হৃদয় ক্ষয়ে যাবে-
নিষেধের বিজ্ঞাপনে
লাল রঙে লেখা ছিল
আমাকে ভালোবেসো না
ধ্বংস হয়ে যাবে ।।
আরও কিছু প্রেমের কবিতা: এখানে ক্লিক করুন
Durgom hok se path
se path er banke lukano thak
jhi jhi ponkar dak
raat namle tara der majhe
chorie di
amar banano prem-gantha ।
chander uskani te meghera hok
daak piyon;
tor thikana te pouche jaak
amar ochena konthosworer saatkahon ।।
Bastober chokh ranganite
prem holo sonar pathorbati ।
tai swopno dekhi na;
taate hridoy khoye jabe-
Nisedher bighyapone
laal ronge lekha chilo
amake bhalobeso na
dhongso hoye jabe ।।
Incoming search term: valentines day poem 2017, adhunik bangla kobita 2017, modern bengali poem, new valentines day poem, আধুনিক বাংলা কবিতা, ভ্যালেন্টাইনস ডে বাংলা কবিতা ২০১৭