Poem: Mukhosh মুখোশ
Writer: Suman Mondal
(www.amarkobita4u.com)
কোন টা যে মুখ আর কোন টা মুখোশ
বোঝা যেত না এত সহজেই
যদি না তুই ধরা দিতিস...
ভালো লাগে হারিয়ে যেতে তোর সাথে-
কথার সমুদ্রে;
শুধু তুই আর আমি,
কেউ নেই কোথাও \
চাঁদ টা কে নামিয়ে আনতাম তোর জন্য;
তুই ভালবাসার টিপ পরিয়ে দিতিস,
দুঃখের অমাবস্যাই তখন-
তোর রুপের জোছনার রং পরছে \
আমার বাগানের ফুল হয়ে ফুটবি কেমন
আমি তোর যত্ন নেবো
তোর সৌরভে নিজেকে হারাবো
আর মন খারাপ হলে
দুচোখে জল তখন
আমি ভিজবো তোর সাথে \