Mon Projapoti Poem
Mon Projapoti Bengali Sad Poem:
বূ্কের দাবানলে চিরাচরিত বিষন্নতা। তোকে দেওয়া সদ্য ফোটা ফুলের ঘ্রাণে বৃষ্টি শেষের সোঁদা গন্ধ। হেরে যাওয়া তারাদের কথোপকথন শোনা যায় কান পাতলে। হাতের রেখায় এক যুগ আগে হারিয়ে যাওয়া রাস্তার ম্যাপ । ঠিকানা খুঁজে নেবো । মন ভোলানোর মিথ্যে কথায় শ্রাবণের বৃষ্টি । যে ছায়ায় সঙ্গীহীনতা ভুলেছিলাম, সেই ছায়ায় নিজের মনের অন্ধকার স্পষ্ট দেখা যায় । তোর কাছে কতবার পৌঁছেছি মন প্রজাপতির ডানায় । তুই ব্যস্ত ছিলিস । আলতো ছোঁয়ায় উড়িয়ে দিলি । শূণ্য থেকে আবার শুরু করবো । হেরে যাওয়া তারারা পথ হারিয়েছে । আমি শুকতারার উদ্দেশ্যে রওনা দিলাম । হাতের রেখা ধীরে ধীরে অস্পষ্ট হচ্ছে । আরো তাড়াতাড়ি যেতে হবে । মিলিয়ে যাওয়ার আগেই তোর ঠিকানায় এ মন প্রজাপতি আবারো পৌঁছে যাবে । উড়িয়ে দিস না কেমন!!
~ সুমন (www.amarkobita4u.com)