Movie: Uma
Year: 2018
Song: Esho Bondhu
Singer: Sidhu & Pota da
Lyrics: Anupam roy
Esho bondhu song lyrics uma movie
কে বা ভবিষ্যৎ দেখেছি
কাঁধে কাঁধ মেলাও
হাতে হাত মেলাও
এসো বন্ধু
আসুক বিপদ, আসুক বাঁধা
সামনে থাক গোলক ধাঁধা
কাঁধে কাঁধ মেলাও
হাতে হাত মেলাও
এসো বন্ধু
আকাশ যতই ভয় দেখাক
তুমি থেমো না
সবাই আশা ছেড়ে দিলেও তুমি ছেড়ো না
এসো আমার সঙ্গে এসো আজ
সেজে এসো তোমার যুদ্ধ সাজ
হাত নেড়ে তোমায় ডাকছি আজ
ফেলে রেখে এসো তোমার সমস্ত কাজ
আমাদের হাতে সময় অল্প তাই
এসো বন্ধু সবাই হাত লাগায়
এসো আমার সঙ্গে এসো আজ
সেজে এসো তোমার যুদ্ধ সাজ
তাজমহল বানিয়ে ফেলি একরাতে
কাঁধে কাঁধ মেলাও
হাতে হাত মেলাও
এসো বন্ধু
ভেঙে পড় না এতো অল্পতেই
পরিশ্রমের কোনো বিকল্প নেই
কাঁধে কাঁধ মেলাও
হাতে হাত মেলাও
এসো বন্ধু
এসো আমার সঙ্গে এসো আজ
সেজে এসো তোমার যুদ্ধ সাজ
হাত নেড়ে তোমায় ডাকছি আজ
ফেলে রেখে এসো তোমার সমস্ত কাজ
আমাদের হাতে সময় অল্প তাই
এসো বন্ধু সবাই হাত লাগায়