Ure Jaak Lyrics Anupam Roy
উড়ে যাক এ ঘুম আমার গান টি কে নতুনভাবে "উমা" মুভিতে ব্যবহার করা হয়েছে । গান টি অনুপম রায়ের "দূরবীণ এ চোখ রাখবো না" অ্যালবাম থেকে নেওয়া ।
Uma movie lyrics other songs:
1. Hariye Jawar Gaan
2. Aloshyo
3. Esho Bondhu
Ure Jaak e ghum amar lyrics in Bengali:
ছুঁতে শ্বেত পাথরের রাত ।
জানি পাইনা কাছে কিছু,
আমার শূণ্য দুটি হাত ।
ভরে যাক এ ঘর আমার
এক দীর্ঘ স্তব্ধতায় ।
ভেসে যাক এ রাত, সময়
দারুণ অবাধ্যতায় ।
উড়ে যাক এ ঘুম আমার...
অথবা সরিয়ে রেখেছো সে দীনতা
হারিয়ে গিয়েছি বই এর ভিতরে
পাতার প্রথমে অক্ষর হয়ে
আলমারি তাকে আমায় খুঁজে পাবে না
খুঁজে পাওয়া যাবে না
উড়ে যাক এ ঘুম আমার...
অথবা দুপাশ ভরিয়ে রেখেছো ভুলে
উঠোন পেরিয়ে কল পার হয়ে
জামার হাতায় কপাল ভিজিয়ে
কোনোদিন ভালোবাসার স্পর্শ রাখো নি
কোনো স্পর্শ রাখো নি ।।
উড়ে যাক লিরিক্স অনুপম রায়:
Ure jaak e ghum amar
Chhunte shwet pathorer raat.
Jani paina kachhe kichhu
Amar shunyo duti haat.
Bhore jaak e ghawr amar
Ek dirghyo stobdhyotai
Bhese jaak e raat somoy
Darun obadhyotai.
Hariye giyechhi boi er bhitore
Paatar prothome okhyor hoye
Almari taake amay khunje pabe na
Khunje paowa jabe na.