Movie: Sonar Pahar
Ekta mon song lyrics movie sonar pahar
একটা মন হাঁটি হাঁটি পায়
আঁকাবাঁকা রেলগাড়ি
মেঘ এসে চোখে দিল রং
হাতে দিল ডাকটিকিট
বৃষ্টি মেশে ড্রয়িং খাতায়
ফুলফল লতায় পাতায়
হয়তো সেই দেশে
বন্ধু থাকে নাম না জানা
তারই খোঁজে মেলেছি ডানা ।
একটা ট্রাম ঝুলে থাকা তার
শহরের এক কোণে
রং চটা তিনটে চড়াই
মোম ঘষা প্যাস্টেলে
জ্বর থেকে উঠে একটা মেঘ
টুপ করে দিল সুখবর
হয়তো সেই দেশে
বন্ধু থাকে নাম না জানা
তারই খোঁজে মেলেছি ডানা ।
গান বেঁধেছে দিন
হাসিখুশি টগবগিয়ে টয় ট্রেনে
হাত মেখেছে রং
জানলা জোড়া বন সবুজ কুচকাওয়াজ
একটু ছুটে প্যারাশুটে
হাওয়া খেলো ডিগবাজি
উল্টো হওয়া রঙিন ছাতায়
একটা ছুটি বাঁধলো জুটি
ভ্যানিস হল প্লেন
সাদা ধোঁয়া স্বপ্ন পাঠায়
হয়তো সেই দেশে
বন্ধু থাকে নাম না জানা
তারই খোঁজে মেলেছি ডানা
একটা ট্রেন ইতিউতি চায়
জানলা খোলে গল্পেরা
আনমোনা সোনার পাহাড়
কুয়াশা মনমরা
একটু দূরে শীতকাতুরে ভোর
কমলা রোদের স্টেশন
হয়তো সেই দেশে
বন্ধু থাকে নাম না জানা
তারই খোঁজে মেলেছি ডানা ।।