Movie: Piya re
Swopnpo sofor song lyrics movie piya re
তাকিয়ে দেখ আছি পাশেই
এভাবে মুখ ফেরাতে নেই
যদি সুযোগ আমাকে দিস
তোকে আলোর দেবো হদিস
তুই আমাকে দু'হাতে জড়িয়ে
দিস আদরে আদরে ভরিয়ে
যাক আকাশে বাতাসে ছড়িয়ে সুখবর
চল নিজেকে ভাসিয়ে উজানে
যাই নীরবে হারিয়ে দুজনে
আজ হয়েছি গোপনে গোপনে আমি তোর
স্বপ্ন সফর, স্বপ্ন সফর, স্বপ্ন সফর,
স্বপ্ন সফর
অজানা ইচ্ছেরা দিচ্ছে পাড়ি
ঠিকানা নেই কোনো ঘর
এই কুয়াশায় বাঁচার আশায়
আমাকে ভাবিস না পর
তুই আমাকে দু'হাতে জড়িয়ে
দিস আদরে আদরে ভরিয়ে
যাক আকাশে বাতাসে ছড়িয়ে সুখবর
চল নিজেকে ভাসিয়ে উজানে
যাই নীরবে হারিয়ে দুজনে
আজ হয়েছি গোপনে গোপনে আমি তোর
স্বপ্ন সফর, স্বপ্ন সফর, স্বপ্ন সফর,
স্বপ্ন সফর
রেখেছি এই বুকে যত্নে তোকে
মেখেছি দুচোখে জলছবি তোর
আজ দুজনে আপন মনে
কুরোবো পরশ পাথর
তুই আমাকে দু'হাতে জড়িয়ে
দিস আদরে আদরে ভরিয়ে
যাক আকাশে বাতাসে ছড়িয়ে সুখবর
চল নিজেকে ভাসিয়ে উজানে
যাই নীরবে হারিয়ে দুজনে
আজ হয়েছি গোপনে গোপনে আমি তোর
স্বপ্ন সফর, স্বপ্ন সফর, স্বপ্ন সফর,
স্বপ্ন সফর