Bengali poem in bengali font 2018 purono premik

Poem: Purono premik (পুরোনো প্রেমিক)
Writer: suman (সুমন)


Bengali poem in bengali font
Bengali poem
Bengali poem 2018


সবই তো চলছিল ঠিকঠাক । তোর আস্তিনে লুকোনো প্রেম আর দিকবিদিকে ছড়িয়ে থাকা তোর অজস্র প্রেমিক । টাকার অনুপাতে প্রেমের ভারসাম্য মাপতিস ।

সবই তো চলছিল ঠিকঠাক । চোখের জাদুবলে সম্মোহিত করতিস ।  পরিযায়ী পাখির দলে নিঃসঙ্গতা খুঁজতিস ।  আমারই মতোন বাকিদেরও স্বপ্ন দেখাতিস ।

সবই তো চলছিল ঠিকঠাক । দেরিতে হলেও ভুল টা ভাঙালি । তোর হাজার প্রেমিকের মৃত স্বপ্নের দেশে আমাকে পাঠালি ।  নতুনের আহ্বানে আমাকেও পুরোনো বানালি ।

সবই তো চলছিল ঠিকঠাক । রামধনু আকাশে তখন প্রেমের রং, আর আমি পুরোনো প্রেমিক । বিদায়বেলায় বৃষ্টি হয়নি । চোখের জলে ভালোবাসার রং ধুয়ে গেছে ।

সবই তো চলছিল ঠিকঠাক । অনেক বছর পেরিয়ে গেছে । ভালোবাসতে ভুলে গেছি । পুরনো প্রেমিক হয়েই ছুঁতে চেয়েছি আকাশের নীল । আদরের মেঘ নতুনের ডাকে সাড়া দেয় ।

সবই তো চলছিল ঠিকঠাক । আমার বসন্তে পাতা ঝরে গেছে । নতুনের সবুজ চারিদিকে ঘিরে ধরে । বৃদ্ধ চোখ তোকে চিনতে চায়, কিন্তু পারে না । পুরোনো প্রেমিক তুমি ধ্বংসের দিকে এক পা বাড়ালে...

326404665953066090

TRENDING NOW

326404665953066090