Song : Tor Hata Chola
Music : Dev Sen
Singer : Armaan Malik and Prashmita Paul Lyrics : Prasen
Movie : Naqaab
Director : Rajiv Kumar
Starring : Shakib Khan, Nusrat Jahan, Sayantika Banerjee, Rudranil Ghosh, Sudip Mukherjee, & others.
Production : SVF Entertainment Pvt. Ltd
Tor hata chola lyrics in Bengali:
Armaan Malik other Bengali songs:
সবই তো দেখাশোনার শুরু মন কেন ব্যস্তবাগীশ আড়ালে আবডালে সে ঘুরুক করুক সে হাজার নালিশ তুই আশেপাশে চলে চলে এলে কাঁপ দিয়ে ওঠে সারা শরীরে তোর হাঁটা চলা তোর কথা বলা ধরেছে আমাকে জড়িয়ে আজ নয় কাজ সবই থাক পড়ে তোর সাথে পালিয়ে বেড়াই গা ভাসে তোর দেওয়া রোদ্দুরে ইচ্ছের পাখনা দোলায় আধ ভেজা ঘাসে পায়ের পলাশে পাতা গেছে ভিজে কি যে করি রে তোর হাঁটা চলা তোর কথা বলা ধরেছে আমাকে জড়িয়ে তোর চারিধারে হয়ে গিয়েছি ছায়া রেখেছি নিজেকে ছড়িয়ে