Poem: Ekta tui (একটা তুই)
Written by: Suman Mondal
একটু জায়গা হবে তোর আকাশে?
আমি থেকে যেতে পারি ।
আমার তেমন কোনো প্রতিভা নেই,
একেবারেই বেকার;
বালুচর ধরে হেঁটে গেলে,
নীলে ডুব দেওয়া দরকার।।
একটু ভালোবাসবি আমায়?
আমি ভালো হয়ে যেতে পারি ।
আমার উঠোনের তুলসী তলাতে,
প্রদীপের আলো জ্বলে না;
দুঃখের পরেই কি আসে সুখ?
আর হাসির পরে কান্না!!
একটু বকে দিবি আমায়?
আমি অভিমানী হতে পারি ।
মাঝেমাঝে মন খারাপ হলে,
বোঝা যায় আমি ভালো আছি;
যে আঁধারে ভয় পেতাম,সেই আঁধারেই
তুই আমি আবার কাছাকাছি!!
একটু জড়িয়ে ধরবি আমায়?
আমি ভালোবাসার উষ্ণতা পেতে পারি ।
আমার আলোতে সব কিছু দেখা যায়,
শুধু তোর মনটা অদৃশ্য;
তুই থাকলে পাশে,
জয় করে নিতে পারি এ বিশ্ব।।
সবার জীবনেই একটা তুই প্রয়োজন ।
সকাল শুরু হোক তোর ডাকে,
রাত নেমে আসুক তোর নামে,
আর পারলে থেকে যা সারাজীবন
আমার সাথে ।
তুই না থাকলে পাশে,
নিজেকে লাগে অসহায় ।
তোকে ছাড়া এ জীবনে,
আর কিছু না চাই ।