Poshla ador lyrics movie Drishyantar

Poshla Ador Lyrics From Drishyantar

Movie: Drishyantar (দৃশ্যান্তর)
Song: Poshla Ador
Singer: Ishaan Mitra & Madhubanti Bagchi
Lyrics: Rajib Chakraborty
Music: Indraadip Dasgupta
Audio Label: Amara Muzik.

Poshla Ador Song is from the movie "Drishyantar". This song is sung by Ishaan Mitra and Madhubanti Bagchi.

Poshla Ador Song lyrics in Bengali:


পশলা আদর ঠোঁটের কোণায়
মেঘলা চাদর জড়িয়েছি গায়ে
ভালোবাসার সুযোগ এখন ।
চোখ থেকে চোখ
আর্জি জানায় ছুঁয়ে থাকার ইচ্ছেগুলো
বৃষ্টিরা দিখে তাকায় ।
চল উড়িয়ে ধুলো,
গল্পগুলো, দূরে পাহাড়ে ।
চল মাখবো গায়ে
স্বপ্নগুলো নতুন করে ।
হয়নি সাবধানী
তবুও কতখানি
আগুনে হাত রাখি আঁচে ।
যেকোনো অজুহাতে
মিশেছি একসাথে
স্বপ্নেরই আনাচেকানাচে ।

চল উড়িয়ে ধুলো,
গল্পগুলো, দূরে পাহাড়ে ।
চল মাখবো গায়ে
স্বপ্নগুলো নতুন করে ।

দুজনে পাশাপাশি
হয়েছি বানভাসি
কতটা আবদার জানে ।
এখন আনকোরা
দিয়েছি আস্কারা
একটা রাতজাগা গানে ।

চল উড়িয়ে ধুলো,
গল্পগুলো, দূরে পাহাড়ে ।
চল মাখবো গায়ে
স্বপ্নগুলো নতুন করে ।
পশলা আদর ঠোঁটের কোণায়
মেঘলা চাদর জড়িয়েছি গায়ে
ভালোবাসার সুযোগ এখন ।
চোখ থেকে চোখ
আর্জি জানায় ছুঁয়ে থাকার ইচ্ছেগুলো
বৃষ্টিরা দিখে তাকায় ।

পশলা আদর গানের লিরিক্স:


Poshla Ador thonter konai
Meghla chador joriechi gaaye
Bhalobasar sujog ekhon.
Chokh theke chokh
Aarji janai chunye thakar echhe gulo
Bristira dikhe taai
Chol uriye dhulo
Golpo gulo
Dure pahare
Chol makhbo gaaye
Swapno gulo
Notun kore.
Hoyni sabdhani
Tobuo kotokhani
Agune haat rakhi aanche
Jekono ojuhaate
Mishechi eksathe
Swopner e anache kanache.

Chol uriye dhulo
Golpo gulo
Dure pahare
Chol makhbo gaaye
Swapno gulo
Notun kore.

Dujone pashapashi
Hoyechi banbhasi
Kotota abdar jane.
Ekhono ankora
Diyechi ashkara
Ekta raat jaga gaane.

Chol uriye dhulo
Golpo gulo
Dure pahare
Chol makhbo gaaye
Swapno gulo
Notun kore.
Poshla Ador thonter konai
Meghla chador joriechi gaaye
Bhalobasar sujog ekhon.
Chokh theke chokh
Aarji janai chunye thakar echhe gulo
Bristira dikhe taai.
326404665953066090

TRENDING NOW

326404665953066090