Duur Theke song lyrics by Minar Rahman

Duur theke song lyrics by Minar Rahman
দুর থেকে গানের লিরিক্স মিনার রহমান

Album: Duur Theke
Song: Dur Theke
Singer: Minar Rahman
Lyrics: Minar Rahman
Music: Minar
Drama: Jokhon Boshonto
Label: Gaanchill Music

Durr theke song lyrics sung by Minar Rahman from the drama Jokhon Boshonto in Bengali:

উড়ে উড়ে শহর টা জুড়ে
তোমাকে নিয়েই কল্পনা
ভুলে যাওয়া চেনা সেই সুরে
আজও তোমারই আলপনা

Other hit song by Minar Rahman:
যদি তুমি জানতে

আমি সব ভুলে দাঁড়িয়ে
শুধু তোমায় দেখতে রাজি
জানি চোখ মেলে দেখবে না
তবু আজও আমি আছি ।
তাই দুর থেকে,
তোমায় আমি দুর থেকে,
তোমায় আমি দেখবো নির্জনে ।

উড়ে উড়ে শহর টা জুড়ে
তোমাকে নিয়েই কল্পনা
ভুলে যাওয়া চেনা সেই সুরে
আজও তোমারই আলপনা

দুরে তুমি কেন লুকিয়ে
জানতেও দিলে না
অগোচরে কোথায় হারালে,
বুঝতেও দিলে না ।

আমি সব ভুলে দাঁড়িয়ে
শুধু তোমায় দেখতে রাজি
জানি চোখ মেলে দেখবে না
তবু আজও আমি আছি ।
তাই দুর থেকে,
তোমায় আমি দুর থেকে,
তোমায় আমি দেখবো নির্জনে ।

ধুলো পড়া সব ক্যানভাসে
তোমার স্মৃতির রঙে হারিয়ে
ছিঁড়ে ফেলা কবিতার মিছিলে
তুমি নেই, তুমি নেই...

তাই দুর থেকে,
তোমায় আমি দুর থেকে,
তোমায় আমি দেখবো নির্জনে ।

Durr theke lyrics by Minar:

Urey ure shohor ta jure
Tomake niyei kolpona
Bhule jawa chena sei surey
Aajo tomari aalpona

Ami sob bhule danrie
Shudhu tomai dekhte raji
Jani chokh mele dekhbe na
Tobu aajo ami achi
Tai duur theke
Tomai ami duur theke
Tomai ami dekhbo nirjone

Urey ure shohor ta jure
Tomake niyei kolpona
Bhule jawa chena sei surey
Aajo tomari aalpona

Duure tumi keno lukiye
Janteo dile na
Ogochore kothai harale
Bujhteo dile na

Ami sob bhule danrie
Shudhu tomai dekhte raji
Jani chokh mele dekhbe na
Tobu aajo ami achi
Tai duur theke
Tomai ami duur theke
Tomai ami dekhbo nirjone

Dhulo pora sob canvas a
Tomar smritir ronge hariye
Chinre fela kobitar michile
Tumi nei, tumi nei

Tai duur theke
Tomai ami duur theke
Tomai ami dekhbo nirjone
326404665953066090

TRENDING NOW

326404665953066090