Movie: Flat No 609
Song: kichu kichu kotha (কিছু কিছু কথা)
Music: Ratul Shankar
Singer: Timir Biswas
Lyrics: Ambarish "Dabbu" Majumdar
Kichu kichu kotha song lyrics in Bengali by Timir Biswas from movie Flat No 609:
কিছু কিছু কথা
রয়ে যায় একা
একাকি চোখে শুধু চেয়ে থাকা ।
তোমাকে শোনাবো বলে
রেখে দেওয়া,
গল্পের মোড়কে
স্মৃতিদের আসা-যাওয়া ।
তোমাকে শোনাবো বলে
রেখে দেওয়া,
গল্পের মোড়কে
স্মৃতিদের আসা-যাওয়া ।
তোমায় ঘিরেই আমার
গল্পের শুরু আর শেষ,
শুধু তুমি পারো এমন করে
আমার দুকূল ভাসাতে
তাই আজ তোমায় শোনাবো বলে
রেখে দেওয়া,
গল্পের মোড়কে
স্মৃতিদের আসা-যাওয়া ।
আঁধার মেনে নিলেই
জানি রাত কেটে যাবে,
জানি দেখা হবে নিজের সাথে
আবার কোনো এক সকালে ।
তাই আজ তোমায় শোনাবো বলে
রেখে দেওয়া,
গল্পের মোড়কে
স্মৃতিদের আসা-যাওয়া ।
শুধু আজ তোমায় শোনাবো বলে
রেখে দেওয়া,
গল্পের মোড়কে
স্মৃতিদের আসা-যাওয়া ।
কিছু কিছু কথা
রয়ে যায় একা
একাকি চোখে শুধু চেয়ে থাকা ।
Kichu kichu kotha
Roye jai eka
Ekaki chokhe shudhu cheye thaka.
Tomake shonabo bole
Rekhe dewa,
Golper moroke smriti der
Asha-jawa.
Tomake shonabo bole
Rekhe dewa,
Golper moroke smriti der
Asha-jawa.
Tomay ghirei amar
Golper shuru arr shesh
Shudhu tumi paro emon kore
Amar du-kul bhasate.
Tai aaj tomay shonabo bole
Rekhe dewa,
Golper moroke smriti der
Asha-jawa.
Andhar mene nilei
Jani raat kete jabe
Jani dekha hobe nijer sathe
Abar kono ek sokale.
Tai aaj tomay shonabo bole
Rekhe dewa,
Golper moroke smriti der
Asha-jawa.
Shudhu aaj tomay shonabo bole
Rekhe dewa,
Golper moroke smriti der
Asha-jawa.
Kichu kichu kotha
Roye jai eka
Ekaki chokhe shudhu cheye thaka.