Poem: Setu (সেতু)
Writer: Shankha Ghosh
Shankha ghosh poem written in Bengali font "Setu":
সেতু
~ শঙ্খ ঘোষ
অনেকদিন তেমন কোনো কথাও বলছি না
কেন তা তুমি ভালোই জানো । অতিথি সৎকারে
কথারা বড় ব্যস্ত ছিল । তাছাড়া তোমারও তো
ছিল নিপাট নির্দয়তা- মুখফেরানো ব্রত ।
অনেকদিন তুমি তোমার গোপন সংসারে
ডাক দাওনি সাহস করে, ছিলাম দিশেহারা ।
চকঝমকে ঝলসানো মন ভুলেও গিয়েছিল
বেঁচে যখন ছিলাম আমার সঙ্গী ছিল কারা ।
তাকাও না আর চোখের দিকে, আমিও চাই না ।
না-তাকাবার অজুহাত তো আছেও হাজার হাজার ।
একটা কথাই ঘুরতে থাকে অন্দরে-কন্দরে
তোমার আমার মধ্যে এখন সেতু কেবল বাজার ।
Setu
~ Shankha Ghosh
Onekdin temon kono kothao bolchi na
Keno ta tumi bhaloi jano. Otithi sotkare
Kothara boro byasto chilo. Tachara tomaro
Toh chilo nipat nirdoyota- mukh ferano broto.
Onekdin tumi tomar gopon songsare
Daak daoni sahos kore, chilam dishehara.
Choljhomke jholsano mon bhuleo giyechilo
Benche jokhon chilam amar songi chilo kara.
Takao na arr chokher dike, amio chai na.
Na takabar ojuhaat toh acheo hazar hazar.
Ekta kothai ghurte thaka ondore-kondore
Tomar amar modhye ekhon setu kebol bajar.