Movie: Kishore Kumar Junior
Song: Cholo ure jai
Singer: Prithibi
Music & Lyrics: Kaushik Chakraborty
This song is taken from the album "Chapter Three". Sung by Prithibi. Cholo ure jai song in Kishore Kumar Junior movie is the recreated version of that song.
Cholo ure jai song lyrics in Bengali:
এ সময় উড়ে যাওয়া
পড়ে পাওয়া চোদ্দ আনায়
কিছু মুখ, দু্ঃখ সুখ
বেচে খাওয়া কবিতায় ।
একটা ঘরে চারটে দেওয়াল
পাঁচটা মানুষ থাকবে চিরকাল ।
আপোষে বিবাদে ক্ষতি নেই
গতি নেই একলা হেঁটে ।
তবু সারারাত বিবাদী মন্ত্রে
ষড়যন্ত্রে কাটছে সময় ।
যাবতীয় দ্বন্দ্ব, লাগছে না মন্দ
কাটছে কাটুক, লাগছে না ভয় ।
চল উড়ে যায়, হাত বাড়ায়, শূণ্যতায়
যেখানে একটাই আকাশ
একটাই অবকাশ বন্ধুতায়ে ।
ভাবিনি হেরে যাওয়া
ফিরে পাওয়া ব্যস্ত আমায়
কত রাগ, অভিমান, পিছুটান
কান্না ভেজায় ।
আসবে ভোর, ঘুমচোর
এসে বলে এখনই সময় ।
যদি কখনো মনে পড়ে আমাদের
চিঠি দিয়ো এই ঠিকানায় ।
তবু ছেড়ে যায় কখনো এই কাঁধ
দুঃসংবাদ নিতে পারছি না আর ।
কত গড়বো, অহেতুক লড়বো
চেনা চোখেই যখন দেখি সংশয় ।
চল উড়ে যায়, হাত বাড়ায়, শূণ্যতায়
যেখানে একটাই আকাশ
একটাই অবকাশ বন্ধুতায়ে ।
চল উড়ে যায় গানের লিরিক্স:
E somoy ure jawa
Pore pawa choddo anai
Kichu mukh, dukkhyo sukh
Beche khawa kobitai.
Ekta ghore charte dewal
Panchta manush thakbe chirokal.
Aposhe bibade khoti nei
Goti nei ekla hente.
Tobu sara raat bibadi montre
Sorojontre katche somoy.
Janotiyo dwondo, lagche na mondo
Katche katuk, lagche na bhoy.
Cholo ure jai, haat barai shunyotai
Jekhane ektai akash
Ektai obokash bondhutai.
Bhabini herey jawa
Phire pawa byasto amai
Koto raag, obhiman, pichutan
Kanna bhejai.
Asbe bhor, ghum chor
Eshey bole ekhoni somoy.
Jodi kokhono mone pore amader
Chithi diyo ei thikanai.
Tobu chere jai kokhono ei kandh
Dusongbad nitey parchi na arr.
Koto gorbo, koto lorbo
Chena chokhei jokhon dekhi
ohetuk songsoy.
Cholo ure jai, haat barai shunyotai
Jekhane ektai akash
Ektai obokash bondhutai.