Jhorer Sheshe Lyrics by Alienz (Tamal Kanti Halder) from the album Swapno noe. ঝড়ের শেষে লিরিক্স ।
ইতিহাস লিখে যাওয়ার মত জানি সামর্থ্য নেই আমার, গণ্ডীর ভেতরে শুধু আছে জানি আমারও এক ফালি আকাশ । শূন্যের এই সাম্রাজ্যের রাজা হতে চাই না আর, খুঁটে খাওয়া খাঁচার পাখি;
তবু আছে আমারও এক ফালি আকাশ । সেই আকাশেই উড়িয়েছি নীল ঘুড়ি
হারিয়ে যাওয়ার হাতছানি আজ ফের ডানা মেলার সাহস ভারী!
ঘুন ধরা মনে তবু জানি । ঝড়ের শেষে, বৃষ্টির আদরে তুই আমি মিলেমিশে স্বপ্ন আঁকবো, ধুলো জমে যাওয়া রঙচটা ক্যানভাস-এ আসবেই সেদিন, 'কিছু পাই নি'- দেশের রূপকথাতে থাকবে দুটো নাম, যারা বাঁচতে শিখিয়ে গেছে ভালোবেসে ঝড়ের শেষে স্বপ্ন আঁকবো জানি রঙচঙে জৌলুস নেই,
বুড়োবেলার এই দুষ্টুমি । ঘা খেতে খেতে সয়ে যাওয়া মনে
তবু ঝুঁকি নেওয়ার পাগলামি ।
আজ ফের আয়নায় নিজেকে হাসি মুখে লাগে ভালো ফের ভালো লাগে চোখ সয়ে যাওয়া অন্ধকারেও জোনাকির আলো সেই আলোতেই ভরে দেবো সব কিছু জীবনের কানাগলি যত পুরনো খাতে জমে থাকা সব অভিমান,
মুছে দেবো সব জমা ক্ষত । ঝড়ের শেষে, বৃষ্টির আদরে তুই আমি মিলেমিশে স্বপ্ন আঁকবো, ধুলো জমে যাওয়া রঙচটা ক্যানভাস-এ আসবেই সেদিন, 'কিছু পাই নি'- দেশের রূপকথাতে থাকবে দুটো নাম, যারা বাঁচতে শিখিয়ে গেছে ভালোবেসে ঝড়ের শেষে স্বপ্ন আঁকবো ।।
ঝড়ের শেষে গানের লিরিক্স:
Etihas likhe jawar moto jani samorthyo nei amar
Gondir bhitore shudhu ache jani amaro ek fali akash.
Shunyer ei samrajyer raja hotey chai na arr,
Khuntey khawa khanchar pakhi;
Tobu ache amaro ek fali akash.
Sei akashei uriechi neel ghuri
Hariye jawar haatchani
Aaj pher dana melar sahos bhari!
Ghoon dhora mone tobu jani.
Jhorer Sheshe, bristir adore tui ami mileymishe
Swapno ankbo, dhulo jome jawa rongchota canvas a.
Asbei sedin, "kichu paini" desher rupkotha te.
Thakbe duto naam, jara banchte shikhiye geche bhalobese
Jhorer Sheshe
Swapno ankbo.
Jani rongchonge joulush nei
Burobelar ei dushtumi.
Gha khetey khetey soye jawa mone
Tobu jhunki newar paglami.
Aaj pher aaynai nijeke hasi mukhe lagey bhalo
Pher bhalo lage chokh soye jawa ondhokareo jonakir aalo
Shei aalotei bhore debo sob kichu jiboner kanagoli joto.
Purono khatey jome thaka sob obhiman,
Muche debo sob joma kkhoto.
Jhorer Sheshe, bristir adore tui ami mileymishe
Swapno ankbo, dhulo jome jawa rongchota canvas a.
Asbei sedin, "kichu paini" desher rupkotha te.
Thakbe duto naam, jara banchte shikhiye geche bhalobese
Jhorer Sheshe
Swapno ankbo.