Kacher Janala lyrics Arman Alif new song

Kacher Janala song lyrics by Arman Alif. কাঁচের জানলা লিরিক্স, আরমান আলিফ ।

Song: Kacher Janala (কাঁচের জানলা)
Singer: Arman Alif
Music: Sahriar Rafat
Lyrics: Arman Alif
Label: G series

Kacher Janala song is sung by Arman Alif and the lyrics is penned by himself. Music is composed by Sahriar Rafat.

Kacher Janala lyrics in Bengali:

(কোনো একটা সময়ে, প্রিয় মানুষটাকে ডাকা হতো মেঘ নামে । )

সেই অনেক আগে
একটা পুরনো ঘরেতে
দাগ কাটা কিছু তারিখ ছিল
দেখা হবে বলে ।
কিভাবে কিভাবে
সেই তারিখ গুলোতে
ধুলো পড়ে পড়ে পুরনো হল
দেখা হয়নি রে ।
ঐ মেঘ নামের, তারে আমি
ছুঁয়ে দেখতে চাই ।
মাঝখানে এক কাঁচের জানলা
ছোঁয়া যায় না তাই ।
আমি মন বেতারে, তোমার নামে
খবর জানতে চাই ।
কত যে সময় এলো গেলো
খবরের দেখা নাই ।

কি জানি, কি জানি
কি ছিল তার মানে?!
আমি হীন তার হাসি মুখের
কি ছিল মানে!!
এখন প্রেমিক পাড়ায় ধুম
যত নষ্ট হওয়া ঘুম;
ঘুমের মতো ঘুমিয়ে গেলে
ভাঙবে তোমার ভুল ।

ঐ মেঘ নামের, তারে আমি
ছুঁয়ে দেখতে চাই ।
মাঝখানে এক কাঁচের জানলা
ছোঁয়া যায় না তাই ।
আমি মন বেতারে, তোমার নামে
খবর জানতে চাই ।
কত যে সময় এলো গেলো
খবরের দেখা নাই ।

ঐ মেঘ নামের তারে একটু
ধরে দেখতে চাই,
মাঝখানে এক কাঁচের জানলা
ধরা যায় না তাই ।
আমি মন বেতারে, তোমার নামে
খবর জানতে চাই ।
কত যে সময় এলো গেলো
খবরের দেখা নাই ।

কাঁচের জানলা রে,
কাঁচের জানলা রে,
তারে ধরতে দেয় না রে ।

কাঁচের জানলা লিরিক্স:

Sei onek agey
Ekta purono ghoretey
Daag kata kichu tarikh chilo
Dekha hobe boley.
Kibhabe kibhabe
Sei tarikh gulotey
Dhulo porey porey purono holo
Dekha hoyni re.
Oi megh naam er tarey ami
Chunye dekhte chai.
Majhkhane ek kacher janala
Chowa jai na tai.
Ami mon betarey, tomar naam a
Khobor jante chai.
Koto je somoy elo gelo
Khoborer dekha nai.

Ki jani, ki jani
Ki chilo tar mane?!
Ami heen taar hasi mukher
Ki chilo maney!!
Ekhon premik paray dhoom
Joto noshto howa ghum,
Ghumer moto ghumie gele
Bhangbe tomar bhool.

Oi megh naam er tarey ami
Chunye dekhte chai.
Majhkhane ek kacher janala
Chowa jai na tai.
Ami mon betarey, tomar naam a
Khobor jante chai.
Koto je somoy elo gelo
Khoborer dekha nai.

Oi megh naam er tarey ami
Dhore dekhte chai,
Majhkhane ek kacher janala
Dhora jai na tai.
Ami mon betarey, tomar naam a
Khobor jante chai.
Koto je somoy elo gelo
Khoborer dekha nai.

Kacher Janala re
Kacher Janala re
Taarey dhorte dei na re.


326404665953066090

TRENDING NOW

326404665953066090