O Bandhobi song lyrics by Rupak Tiary. ও বান্ধবী গানের কথা ।
ও বান্ধবী
তোর কানের পড়া ঐ দুল
ভালো লাগে
হাওয়াই ওড়া তোর চুল ।
ও বান্ধবী
কেন বুঝিস না তুই
নাকি বুঝেও খুব
বুঝতে চাস না তুই!!
রোজে রোজে ঝড় আসে
বুকের পাঁজরেতে
প্রজাপতি ডাক দিয়ে যায় ।
আমার মনের ঘরে
তোর এই আসা যাওয়া
তোকে কিভাবে বোঝায় ।
কিভাবে তোকে বোঝায়!!
হয়তো তোর নাম লিখেছি
একটু প্রেমের সুখে
বিজ্ঞাপন তো চাদরে
আকাশের বুকে ।
যেমন করে ঐ চাঁদ আসে রোজ
আমার জানলাতে
তেমনি করেই তোকে খুঁজি
মনের আয়নাতে ।
রোজে রোজে ঝড় আসে
বুকের পাঁজরেতে
প্রজাপতি ডাক দিয়ে যায় ।
আমার মনের ঘরে
তোর এই আসা যাওয়া
তোকে কিভাবে বোঝায় ।
ও বান্ধবী গানের লিরিক্স:
O Bandhobi
Tor kaner pora oi dool
Bhalo lage
Hawai ora tor chul.
O Bandhobi
Keno bujhis na tui
Naki bujheo khub
Bujhte chas na tui.
Roje roje jhor ashey
Buker panjorete
Projapoti daak diye jaai.
Amar moner ghore
Tor ei asha jawa
Toke kibhabe bojhai!!
Kibhabe toke bojhai!!
Hoytoh tor naam likhechi
Ektu premer sukhe
Bigyapon toh chadore
Akasher bukey.
Jemon kore oi chand asey roj
Amar janlate
Temon korei
Toke khunji moner aynate.
Roje roje jhor ashey
Buker panjorete
Projapoti daak diye jaai.
Amar moner ghore
Tor ei asha jawa
Toke kibhabe bojhai!!