Pori song lyrics by Charpoka. পরী গানের লিরিক্স, ছারপোকা ব্যান্ড ।
Pori song lyrics in Bengali:
পরীর মুখে মিষ্টি হাসি দেখতে চমৎকার
এক নিমেষেই কাইরা নিলো মনটা যে আমার
তার গালেতে আছে হায়রে ছোট্ট একটা তিল
পলক পরার আগেই বুকে মারলো প্রেমের ঢিল ।
নাইরে নাইরে নাইরে আমার বাঁচার উপায় নাই
চাইরে চাইরে চাইরে আমি পরিডারে চাই ।
মাঝে মাঝে স্বপ্নে দেখি পরী আমার পাশে
মনটা আমার চাইরে শুধু পেতে তারে কাছে ।
তারে কাছে পেলে আমি
আর কিছু না চাই;
নাইরে নাইরে নাইরে আমার বাঁচার উপায় নাই
চাইরে চাইরে চাইরে আমি পরিডারে চাই ।
পরীর ঐ রূপের ঝলকে হইলাম উদাসী
সব ছাড়িয়া তাইতো আমি তারে ভালোবাসি ।
পরীর লাইগা জীবন আমার
বাজি রাখতে চাই
নাইরে নাইরে নাইরে আমার বাঁচার উপায় নাই
চাইরে চাইরে চাইরে আমি পরিডারে চাই ।।
পরী গানের লিরিক্স:
Porir mukhe misti hasi dekhte chomotkar
Ek nimeshei kaira nilo monta je amar.
Tar gaalete ache haire chotto ekta teel
Polok porar agei bukey marlo premer dhil.
Naire naire naire amar banchar upai nai
Chaire chaire chaire ami poridarey chai.
Majhe majhe swopne dekhi pori amar pashe
Monta amar chaire shudhu petey petey tare kache
Tare kache peley ami
Arr kichu na chai.
Naire naire naire amar banchar upai nai
Chaire chaire chaire ami poridarey chai.
Chaire chaire chaire ami poridarey chai.