Tomake chai lyrics Arijit Singh movie Gangster

Tomake chai song lyrics movie Gangster, Arijit Singh. তোমাকে চাই গানের লিরিক্স, অরিজিৎ সিং ।

Song: Tomake Chai (তোমাকে চাই)
Singer: Arijit Singh
Music: Arindom
Lyrics: Prasen
Movie: Gangster
Starring: Yash & Mimi.
Label: SVF Music

Tomake chai song is a hit song from movie Gangster. Sung by Arijit Singh. Music is composed by Arindom. Lyrics is penned by Prasen.

Tomake chai lyrics in Bengali from movie Gangster:

তোমার নামের রোদ্দুরে
আমি ডুবেছি সমুদ্দুরে
জানি না যাবো কদ্দুরে এখনও ।
আমার পোড়া কপালে
আর আমার সন্ধ্যে সকালে
তুমি কেন এলে জানি না এখনও ।
ফন্দি আঁটে মন পালাবার,
বন্দী আছে কাছে সে তোমার ।

যদি সত্যি জানতে চাও
তোমাকে চাই, তোমাকে চাই ।
যদি মিথ্যে মানতে চাও
তোমাকেই চাই ।

হল শুরু সাতদিনে
এই খেলাধূলো রাত দিনের
জানি বারন করার সাধ্যি নেই
আর আমার ।
তোমার নামের মন্দিরে
আর তোমার নামের মসজিদে
কথা দিয়ে এসেছি বারবার ।
বিন্দু থেকে সিন্ধু হয়ে যাও,
তুমি ইচ্ছে মতো আমাকে সাজাও ।

যদি সত্যি জানতে চাও
তোমাকে চাই, তোমাকে চাই ।
যদি মিথ্যে মানতে চাও
তোমাকেই চাই ।

মনের গভীরে, ঘুমের শরীরে
তোমাকে নিয়ে ডুবে যাবো ।
আমার কাছে কারণের আছে
নিজেকে আমি খুঁজেই নেবো ।

যদি সত্যি জানতে চাও
তোমাকে চাই, তোমাকে চাই ।
যদি মিথ্যে মানতে চাও
তোমাকেই চাই ।।

তোমাকে চাই গানের লিরিক্স, অরিজিৎ সিং:

Tomar naamer roddure
Ami dubechi somuddure
Jani na jabo koddure ekhono.
Amar pora kopale
Arr amar sondhye sokale
Tumi keno eley janina ekhono.
Fondi ante mon palabar,
Bondi ache kache sey tomar.

Jodi sottyi jante chao
Tomake chai, tomake chai.
Jodi mitthye mante chao
Tomakei chai.

Holo shuru saatdine
Ei kheladhulo raat diner
Jani baron korar sadhyi nei
Arr amar.
Tomar naamer mondire
Arr tomar naam er mosjide
Kotha diye esechi barbar.
Bindu theke shindhu hoye jao,
Tumi ichhe moto amake sajao.

Jodi sottyi jante chao
Tomake chai, tomake chai.
Jodi mitthye mante chao
Tomakei chai.

Moner gobhire, ghumer shorire
Tomake niye dube jabo.
Amar kache karoner ache
Nijeke ami ami khunjei nebo.

Jodi sottyi jante chao
Tomake chai, tomake chai.
Jodi mitthye mante chao
Tomakei chai.




326404665953066090

TRENDING NOW

326404665953066090