Tor Sathe lyrics Generation Aami

Tor Sathe lyrics in Bengali from movie Generation Aami

Movie: Generation Aami
Song: Tor Sathe (তোর সাথে)
Singer: Sudipto Chowdhury
Lyrics: Prasen
Music: Arindom Chatterjee
Cast: Aparajita Adhya, Sauraseni Maitra, Rwitobroto Mukherjee
Music label: SVF Music

Tor Sathe song is from movie Generation Aami. The song is sung by Sudipto. The music of this song is composed by Arindom Chatterjee and the lyrics is penned by Prasen. Tor Sathe Song Lyrics. Tor Sathe Lyrics.

তোর সাথে গানটি হল জেনারেশন আমি সিনেমার গান। গানটি গেয়েছেন সুদীপ্ত চৌধুরী। গানটির সুরকার হলেন অরিন্দম চ্যাটার্জী। গানটির কথা লিখেছেন প্রসেন। তোর সাথে গানের কথা।

Tor Sathe song lyrics in Bengali:


বলে দিলি তুই, আমি কিচ্ছু পারি না ।
সাদা কালো সমাজে,
আমি বাঁচতে জানি না ।
তাড়াতে পারি না আমায়, তোর কাছ থেকে ।
সত্যি না হলে,
বানিয়ে বলে দে তুই ।
হয়ে ছোট্ট একটা পালক,
আজ জানলা খুলে দে তুই ।
কাল ভেজানোর দিনে, এইতো সবে এলি ।
হয়ে কাক ভেজানোর স্নান,
ভেসে যাস না চলে ।
হলে হবে আঁড়ি, নয়তো ভাব;
তোর সাথে ।
তোর সাথে...

ভালো থাকিস, ভালোবাসায়
চোখে তে জল আনিস না আর ।
দেখ আমার, ফিরে আসার
হয়েই এল সময় ।
দেখ আবার তোর সাথে ।
তোর সাথে...

হয়ে যা তুই হঠাৎ ভালো,
হয়ে যা তুই আকাশ কালো ।
আমি হবো সে রাজকুমার;
রাতে জ্বেলে রাখা, পাশের আলো
তোর কাছে ।
তোর সাথে...

Another song from movie Generation Aami:



তোর সাথে লিরিক্স:


Bole dili tui, ami kichchu pari na.
Saada kalo somaje,
Ami banchte janina.
Taratey parina amay, tor kach theke.
Sottyi na holey,
Baniye boley dey tui.
Hoye chhotto ek palok,
Aaj janla khule dey tui.
Kal bhejanor diney, eitoh sobey eli.
Hoye kaak bhejanor snan,
Bhesey jas na choley.
Holey hobe anri, noytoh bhab;
Tor sathe.
Tor sathe...

Bhalo thakis bhalobasai.
Chokhe te jol anis na arr.
Dekh amar phire asar
Hoyei elo somoy.
Dekh abar, tor sathe.
Tor Sathe...

Hoye ja tui hotath bhalo,
Hoye ja tui akash kaalo.
Ami hobo sey rajkumar,
Raatey jwele rakha pasher aalo;
Tor kache.
Tor Sathe...
326404665953066090

TRENDING NOW

326404665953066090