Amar Bhindeshi Tara Lyrics Antaheen movie

Amar Bhindeshi Tara Lyrics from movie Antaheen. আমার ভিনদেশী তারা লিরিক্স

  • Movie: Antaheen (অন্তহীন)
  • Song: Bhindeshi Tara (ভিনদেশী তারা)
  • Singer: Anindya Chatterjee
  • Music & Lyrics: Anindya Chatterjee

Amar Bhindeshi Tara song is sung by singer Anindya Chatterjee. This song was first published under the name of "Chandrabindu" band. Later it was used in the movie "Antaheen". Music is composed by the singer himself and he also wrote the lyrics.

আমার ভীনদেশী তারা গানটি গেয়েছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়। গানটি হল "অন্তহীন" সিনেমার একটি গান। গানটির সুরকারও হলেন অনিন্দ্য চ্যাটার্জী। আমার ভিনদেশী তারা গানের কথা। আমার ভিনদেশী তারা গান।

Amar Bhindeshi Tara Lyrics in Bengali:


আমার ভিনদেশী তারা
একা রাতেরই আকাশে
তুমি বাজালে একতারা
আমার চিলেকোঠার পাশে ।

ঠিক সন্ধ্যে নামার মুখে
তোমার নাম ধরে কেউ ডাকে
মুখ লুকিয়ে কার বুকে
তোমার গল্প বলো কাকে?

আমার রাতজাগা তারা
তোমার অন্য পাড়ায় বাড়ি
আমায় ভয় পাওয়া চেহারা
আমি আদতে আনাড়ি ।

আমার আকাশ দেখা ঘুড়ি
কিছু মিথ্যে বাহাদুরি
আমার চোখ বেঁধে দাও আলো
দাও শান্ত শীতল পাটি ।
তুমি মায়ের মতই ভালো
আমি একলাটি পথ হাঁটি ।

আমার বিচ্ছিরি একতারা
তুমি নাওনা কথা কানে ।
তোমার কিসের এত তাড়া?
এ রাস্তা পার হবে সাবধানে...
তোমার গায় লাগেনা ধুলো
আমার দু'মুঠো চাল-চুলো

রাখো শরীরে হাত যদি
আর জল মাখো দুই হাতে
প্লীজ ঘুম হয়ে যাও চোখে
আমার মন খারাপের রাতে ।
আমার রাতজাগা তারা
তোমার আকাশ ছোয়া বাড়ি
আমি পাইনা ছুঁতে তোমায়
আমার একলা লাগে ভারী ।।


আমার ভিনদেশী তারা লিরিক্স:



Amar Bhindeshi Tara
Eka raater e akashey
Tumi bajale ektara
Amar chileykothar pashe.

Thik sandhye namar mukhe
Tomar naam dhore kew daake
Mukh lukiye kar bukey
Tomar golpo bolo kake?!

Amar raat jaga tara
Tomar onnyo parai bari
Amar bhoy paoa chehera
Ami adotey anaari.

Amar akash dekha ghuri
Kichu mithye bahaduri
Amar chokh bendhe dao aalo
Dao shanto sheetol paati.
Tumi maayer motoi bhalo
Ami eklati poth hanti.

Amar bichhiri ek tara
Tumi naona kotha kane
Tomar kiser eto tara?
E rasta par hobe sabdhane.
Tomar gaaye lage na dhulo
Amar du mutho chalchulo

Rakho shorire haat jodi
Arr jol makho dui haate
Please ghum hoye jao chokhe
Amar mon kharaper raate.

Amar raat jaga tara
Tomar akash chonwa bari
Ami paina chunte tomay
Amar ekla lage bhari.
326404665953066090

TRENDING NOW

326404665953066090