Amar Oporadh song lyrics by Meraj Tushar
Song: Amar Oporadh (আমার অপরাধ)Singer: Meraj Tushar
Music: Nirjhor Maks
Lyrics: SKS
Model: Shakila Pervin, Shafayat Durjoy
Amar Oporadh song is sung by Meraj Tushar. Music of this song is composed by Nirjhor.
Amar Oporadh Meraj Tushar Lyrics in Bengali:
তোরে ভালোবাসায় ছিল
সবচেয়ে বড় ভুল ।
জীবন নৌকা খুঁইজা এখন
পাইনা কোনো কূল ।
দিন চলে যায় কষ্টে ভীষণ
রাত্রি ফুরায় না ।
তোর কথা ভেবে ভেবে
পরাণ জুড়ায় না ।
তোরে মন দেওয়াটাই ছিল
আমার অপরাধ ।
তোর কারনেই জীবন আমার
হইল বরবাদ ।
কতদূরে চলেই গেলি
একলা রেখে প্রাণ ।
অতদূরে পৌঁছায় কি
মন পোড়ারও ঘ্রাণ ।
একবারও নিলি না খবর
আমি কেমন আছি ।
এখন আমি তোর বিরহে
দুঃখ খেয়ে বাঁচি ।
তোরে মন দেওয়াটাই ছিল
আমার অপরাধ ।
তোর কারনেই জীবন আমার
হইল বরবাদ ।
কথা ছিল সারাজীবন
রবো দুজন মিলে ।
জীবন এখন খুঁজে ফিরি
কষ্টে রয়েছিলে ।
তবু তুই থাকিস ভালো
থাকিস যেন সুখে ।
এই মনে মরণও আসুক
তুই যে অন্যবুকে ।
তোরে মন দেওয়াটাই ছিল
আমার অপরাধ ।
তোর কারনেই জীবন আমার
হইল বরবাদ ।।
Meraj Tushar song list: