Bagh Bandi Khela Lyrics Rupam Islam

Bagh Bandi Khela Title Song Lyrics by Rupam Islam

Song: Bagh Bandi Khela Title Track
Singer: Rupam Islam
Music: Jeet Ganngulii
Label: Surinder Films

Bagh Bandi Khela title song is sung by Rupam Islam.

Bagh Bandi Khela Title Song Lyrics in Bengali:

সিনেমা মানে অ্যাকশেন শুরু
ভিলেনের আক্কেলগুড়ুম ।
তুরুপের তাস টা, হিরোর কাছে
হিরোইনের নেই ঘুম ।
কিছু গল্প গুনে রাখা
কিছু স্বপ্ন বুনে রাখা
রূপোলী তারার মেলায় ।

বাঘ বন্দি খেলা
বাঘ বন্দি খেলা
বাঘ বন্দি খেলা ও ও ও

সিনেমা মানে দমফাটা হাসি
আট থেকে আশি হাসুন ।
শেষ হাসিটা হিরো হাসবে
ভিলেনের মুখ খোলে চুন ।
নেই কারোর হাসতে মানা
কতো ইচ্ছে নাম না জানা
মায়াবী আলোর ভেলায় ।

বাঘ বন্দি খেলা
বাঘ বন্দি খেলা
বাঘ বন্দি খেলা ও ও ও

সিনেমা মানে ভরপুর ড্রামা
নেভে না মনের আগুন ।
রোজকার জীবনে লাল-নীল টুকরো
ফেরারি রঙের ফাগুন ।
ছোটো ছোটো চাওয়া পাওয়া
কত স্মৃতি ভুলে যাওয়া
সিনেমা মনে করায় ।

বাঘ বন্দি খেলা
বাঘ বন্দি খেলা
বাঘ বন্দি খেলা ও ও ও

326404665953066090

TRENDING NOW

326404665953066090