Cigareter Nesha Lyrics Din Islam

Cigareter Nesha song by Din Islam. সিগারেটের নেশা গানের লিরিক্স

Song: Cigareter Nesha (সিগারেটের নেশা)
Singer: Din Islam
Music: Aronno Akon
Lyrics: Anwar Hossen Srabon
Model: Anan & Shakila
Label: CD Choice Music

Cigareter Nesha song is sung by Din Islam. The music of this song is composed by Aronno. Featuring modela Anan & Shakila in this music video.

Cigareter Nesha Lyrics in Bengali:

বারান্দাটায় বইসা বইসা,
ভাবি আনমনে ।
কি পাইলাম আর কি হারাইলাম
এই জীবনে ।
কার পিছনে ছুটলাম আমি
হইয়া দিওয়ানা ।
সে তো এখন অন্যের ঘরে,
আমার কিছু না ।
মনটা আমার ভাঙ্গা চুইরা,
করে হাহাকার ।
সিগারেটের ধোঁয়ায় এখন
জীবন হচ্ছে পার ।
কোন সুখেরই লাইগা রে তুই
আমায় গেলি ছাড়ি ।
তাহার ভালোবাসা কি রে
আমার চাইতে পারি ।
আমি আছি সিগারেটের ধোঁয়ায় অন্ধকারে
কার ঘরে তুই আলো জ্বালাস,
আমায় একা করে ।

একই সাথে হাঁটতাম দুজন,
হাতে রেখে হাত ।
বলতি শুধু ভালোবাসি,
থাকবি দিবস রাত‌ ।
কোথায় গেল সেসব কথা,
মিছা বুঝাইলি ।
ছিল কি সব অভিনয় রে,
কোথায় পালালি ।
ওরে, আমি আছি সিগারেটের
ধোঁয়ায় অন্ধকারে ।
কার ঘরে তুই আলো জ্বালাস,
আমায় একা করে ।

কত সুখে আছিস রে তুই,
জানতে মন চাই ।
আমি আছি আমার দুঃখে,
অচিন দরিয়ায় ।
ভালোবেসে এমন ফাঁকি,
দুঃখ ভোলা দায় ।
সিগারেট টাই আপন আমার,
এখন দুনিয়ায় ।
ওরে আমি আছি সিগারেটের
ধোঁয়ায় অন্ধকারে ।
কার ঘরে তুই আলো জ্বালাস,
আমায় একা করে ।

326404665953066090

TRENDING NOW

326404665953066090