Janeri Jan Song Lyrics by Moyuri feat Ankur Mahamud
Song: Janeri Jaan (জানেরি জান)Singer: Moyuri (shopnojal band)
Music: Ankur Mahamud
Lyrics: Md Kabir Bokul
Label: Eagle Music
Janeri Jan song is sung by Moyuri. Ankur Mahamud has composed the music of this song.
Janeri Jan Lyrics in Bengali:
বন্ধু সোনার চাঁদ
তুমি আমার জানেরি জান ।
তোমায় ভালোবেসে আমি
দিয়েছি পরাণ ।
বন্ধু সোনার চাঁদ
তুমি আমার জানেরি জান ।
ভালোবাসার মানে হইল
দুইটি মনের মিল ।
দুইটি মনের মিলন হইলে
সুখে ভরে দিল ।
জীবন মাঝে নেমে আসে
কত হাসি গান ।
বন্ধু সোনার চাঁদ
তুমি আমার জানেরি জান ।
প্রেম ছাড়া জগৎ চলে না,
চলে না জীবন ।
সেই তো সুখী, যে পেয়েছে
মনের মতো মন ।
ভালোবাসা স্বর্গ সুধা
বিধাতারই দান ।
বন্ধু সোনার চাঁদ
তুমি আমার জানেরি জান ।
জানেরি জান লিরিক্স:
Bondhu sonar chand
Tumi amar janeri jan.
Tomay bhalobese ami
Diyechi poran.
Bondhu sonar chand
Tumi amar janeri jan.
Bhalobasar mane hoylo
Duiti moner mil.
Duiti moner milon hoyle
Sukhe bhore dil.
Jibon majhe neme asey
Koto hasi gaan.
Bondhu sonar chand
Tumi amar janeri jan.