Jojor Gaan song by Arijit Singh Lyrics
Song: Jojor Gaan (জোজোর গান)Singer: Arijit Singh
Movie: Adventures of জোজো
Music: Indraadip Das Gupta
Lyrics: Srijato Bandyopadhyay
Label: SVF Music
Jojor Gaan song is sung by Arijit Singh. Jojor Gaan is from the movie "Adventures of jojo". Music is composed by Indraadip Das Gupta.
Jojor Gaan Lyrics in Bengali:
কত নিঝুম পথ ঘুরে
গা ছমছম দুপুরে,
আমি ঘুরছি সবুজে
যেন জঙ্গল বুক ঘুরে ।
আছে বাঘিরা আর মোগলি
এই জঙ্গলে ডেন তার ।
যদি হামলে পড়ে শেরখান
তবু টানছে অ্যাডভেঞ্চার ।
কোথায় মজা? কোথায় বিপদ?
ছুটুক ছুটুক, ছুটির গাড়ি ।
ধুলো উঠুক, দূরের পারি ।
হয়তো দামাল হাতির দল
আটকাবে পথ হঠাৎ ।
নেকড়ে পেলেই শানাবে,
সবচেয়ে ধারালো দাঁত ।
সেইখানে যাবে জোজো
তবেই না বাজিমাত ।
ছুটুক ছুটুক, ছুটির গাড়ি ।
ধুলো উঠুক, দূরের পারি ।
জোজোর গান লিরিক্স:
Koto nijhum poth ghure
Gaa chomchom dupure,
Ami ghurchi sobuje
Jeno jongol book ghure.
Ache bagheera arr mogli
Ei jongole den tar.
Jodi hamley pore sherkhan
Tobu tanche adventure.
Kothay moja? Kothay bipod?
Chutuk chutuk, chutir gaari.
Dhulo uthuk durer pari.
Hoytoh damal haatir dol
Aatkabe poth hotath.
Nekre pelei shanabe,
Sob cheye dharalo dant.
Seikhane jabe jojo
Tobei na bajimaat.
Chutuk chutuk, chutir gaari.
Dhulo uthuk durer pari.