Keno Ke Jane song by Tahsan & Kona
Song: Keno Ke Jane (কেন কে জানে)Singers: Tahsan & Kona
Composition: Amit & Ishan
Lyricist: Asif Iqbal
Bioscope Original "Nishsash"
Starring: Tahsan & Mehazabien
Label: Gaanchill Music
"Keno Ke Jane" song is sung by Tahsan & Kona. The music of this song is composed by Amit-Ishan duo.
Keno Ke Jane Lyrics Tahsan in Bengali:
কখনো হয়নি এমন
থেমেছে হঠাৎ,
এভাবে সব আয়োজন ।
এ অপারগতা ব্যথা হয়ে
বেজে যাবে আজীবন ।
থামবে না হৃদয়ে এ আলোড়ন-
আমার যে তোমাকেই প্রয়োজন ।
আমার যে তোমাকেই প্রয়োজন ।
তবু কেন, ভেসে যাই
মায়ারই টানে,
কেন কে জানে!!
খুব চেয়ে, যদি না পাই
পেয়েও যদি আবারও হারায়!!
অনুশোচনায় কেটে যাবে
বাকিটা সময় ।
তাই বুঝি, কোনো কিছু
মানে না হৃদয় ।
মানে না হৃদয় ।
তবু কেন, ভেসে যাই
মায়ারই টানে,
কেন কে জানে!!
কেউ ডোবে অসম্ভবে, কেউ সম্ভবে ।
কিভাবে করি ভুলের ভেতর,
আজীবন বসবাস!!
আমি চিনেছি, গভীর এ হৃদয় চিঁড়ে
কে তুমি, কে আমায় নিঃশ্বাস ।
আমিও যে ভেসে যাই
মায়ারই টানে,
কেন কে জানে!!
খুব চেয়ে, যদি না পাই
পেয়েও যদি আবারও হারায়!!
অনুশোচনায় কেটে যাবে
বাকিটা সময় ।
তাই বুঝি, কোনো কিছু
মানে না হৃদয় ।
মানে না হৃদয় ।