Ki Kore Bojhabo Bol Lyrics Raj Barman

Ki Kore Bojhabo Song Lyrics by Raj Barman from The Hacker Bengali Movie

Song: Ki Kore Bojhabo Bol (কি করে বোঝাবো বল)
Movie: The Hacker
Singer: Raj Barman
Music: Loy-Deep
Lyricist: Ramesh
Featuring: Aryann & Ena Saha

Ki Kore Bojhabo song is from the bengali movie "The Hacker". This song is sung by Raj Barman.

Ki Kore Bojhabo Bol Lyrics in Bengali:

কি করে বোঝাবো বল,
সাজিয়ে সুখেরই দল
তোর প্রেমে, বৃষ্টি নেমে
থামছে না ।
যখনই ছুঁয়েছি ঠোঁট
তখনই মেখেছি রোদ
তোকে ছাড়া, মন বেচারা
মানছে না ।
নামিয়ে এনেছি দিন
থামিয়ে রেখেছি রাত
ইস্ক ইয়ারা, তুই সাহারা
দে পনহা ।

ডুবে যেতে চাই
কি করে বোঝাই
হলে তুই বৃষ্টির জল ।
চোখে ঠোঁটে ঘুম
হারিয়ে নিঝুম
আদরে সাজাই তোকে চল ।
কাছাকাছি আয়
প্রেমেরই খাতায়
হাতে হাত রেখে রাতদিন ।
ভালোবেসে ছুঁই
এভাবে শুধুই
চলনা হই রঙিন ।

নামিয়ে এনেছি দিন
থামিয়ে রেখেছি রাত
ইস্ক ইয়ারা, তুই সাহারা
দে পনহা ।

কি করে বোঝাবো বল
সাজিয়ে সুখেরই দল
তোর প্রেমে, বৃষ্টি নেমে
থামছে না ।

সুরে সুরে তুই
বুঝিনি কিছুই
জোনাকি শোনায় তোর গান ।
নেমে এল ভোর
বেনামী প্রহর
ছুঁয়েছে যখন তোর নাম ।
ছুঁয়ে দিলি মন
যখনই তখন
একরাশ ইচ্ছের ঢেউ ।
ভেঙে পারাপার
এসেছে আমার
মনে আজ কেউ ।

নামিয়ে এনেছি দিন
থামিয়ে রেখেছি রাত
ইস্ক ইয়ারা, তুই সাহারা
দে পনহা ।

কি করে বোঝাবো বল,
সাজিয়ে সুখেরই দল
তোর প্রেমে, বৃষ্টি নেমে
থামছে না ।
যখনই ছুঁয়েছি ঠোঁট
তখনই মেখেছি রোদ
তোকে ছাড়া, মন বেচারা
মানছে না ।

326404665953066090

TRENDING NOW

326404665953066090