Mahi Re Lyrics by Armaan Malik From Bagh Bandi Khela
Song: Mahi Re (মাহি রে)
Singer: Arman Malik
Music: Jeet Ganngulii
Lyrics: Raja Chanda
Starring: Jeet, Sayantika
Mahi Re song is sung by Armaan Malik. This song is from the movie "Bagh Bandi Khela". Music is composed by Jeet Ganngulii.
Mahi Re song Armaan Malik Lyrics in Bengali:
এক ফালি রোদ এসে
হাতছানি ভীনদেশে
নীল আশমানী, মনমানী যে আজ ।
সারাদিন, তেরে বিন
কেটেছে এতো দিন ।
চল ঘরছাড়া, মন কাড়া মেজাজ ।
মাহি রে, ও মাহি রে
চল পায়ে পায়ে নিখোঁজ হয়ে যায় ।
মাহি রে, ও মাহি রে
নীল চোখের তারায় নিজেকে হারায় ।
আজ উদাস হাওয়ায়
ছুটির ডাকে অনেক কল্পনা ।
সব ঘরের বাঁধন
টুকরো করে প্রেমের জল্পনা ।
ঐ সোনা জলে মরীচিকা
ইচ্ছেরা স্বাধীন ।
হোক বালি ঢেউয়ে
সারাবেলা অপেক্ষা রঙিন ।
হঠাৎই পাগলামি
তোর মুচকি হাসি ঝড়,
খুশির এই মোহনায়
হোক নতুন খেলাঘর ।
মাহি রে, ও মাহি রে
চল পায়ে পায়ে নিখোঁজ হয়ে যায় ।
মাহি রে, ও মাহি রে
নীল চোখের তারায় নিজেকে হারায় ।
Armaan Malik bengali song collection
Song Name | Movie | Link |
---|---|---|
Tor Neshate (তোর নেশাতে) | Piya Re | Click Here |
Tor Hata Chola (তোর হাঁটা চলা) | Naqaab | Click Here |
Alo Chhaya (আলো ছায়া) | Crisscross | Click Here |
Pyar Ki Dose (প্যায়ার কি ডোজ) | Villain | Click Here |
Oh Baby (ও বেবে) | Hoichoi Unlimited | Click Here |
Shundori Komola (সুন্দরী কমলা) | Villain | Click Here |