Manush Ekhono Manusher Pashe Lyrics Reunion

Manush Ekhono Manusher Pashe song lyrics from movie Reunion

  • Movie: Reunion
  • Song: Manush Ekhono Manusher Pashe (মানুষ এখনো মানুষের পাশে)
  • Singers: Rupankar & Rupam
  • Music: Joy Sarkar
  • Lyrics: Rajib Chakraborty
  • Label: Amara Muzik

Manush Ekhono Manusher Pashe song is from the movie "Reunion". This song is sung by Rupankar Bagchi and Rupam Islam.

Manush Ekhono Manusher Pashe Lyrics in Bengali:


মানুষ এখনো মানুষের পাশে
যায়নি তো আজও ভেসে ।
শিরায় শিরায় একই প্রত্যাশা,
হাজার শপথে মেশে ।
পথের দাবী, পথেই রাখা
পথেই দেখা হবে ।
বন্ধু তোমার স্বপ্ন বাঁচুক
আগামীর বিপ্লবে ।

বাতাসে যারা মিশিয়েছে বিষ,
মানুষ যারা মারে;
তোমার স্লোগান ঝড়াক আগুন,
ধ্বংস করো তারে ।
আপোষ তুমি করো না এখন,
সময় বলছে এসো ।
ব্যারিকেড হোক পথে প্রান্তরে,
মানুষকে ভালোবেসো ।
পথের দাবী, পথেই রাখা
পথেই দেখা হবে ।
বন্ধু তোমার স্বপ্ন বাঁচুক
আগামীর বিপ্লবে ।

তুমি সনাতন, তুমি বিদ্রোহ
ঝড় জলে তোলপাড় ।
তোমার জন্য পৃথিবীর পথে
মুঠো ছুঁড়ে সোচ্চার ।
বিক্ষোভে আছো, বিশ্বাসে বাঁচো
প্রতিরোধে বাঁধো সুর ।
পায়ে পায়ে চলো সূর্যের দেশে
গায়ে মেখে রোদ্দুর ।
পথের দাবী, পথেই রাখা
পথেই দেখা হবে ।
বন্ধু তোমার স্বপ্ন বাঁচুক
আগামীর বিপ্লবে ।

মানুষ এখনো মানুষের পাশে লিরিক্স:


Manush Ekhono Manusher Pashe
Jaini toh aajo bhese.
Shiray shiray eki protyasha
Hazar shopothe meshe.
Pother daabi, pothei rakha
Pothei dekha hobe.
Bondhu tomar swopno banchuk
Agamir biplobe.

Baatase jara mishiyeche bish
Manush jara maare.
Tomar slogan jhorak agun,
Dhongso koro tare.
Aposh tumi tumi korona ekhon
Somoy bolche esho.
Barricade hok pothe prantore
Manush ke bhalobeso.
Pother daabi, pothei rakha
Pothei dekha hobe.
Bondhu tomar swopno banchuk
Agamir biplobe.

Tumi sonaton, tumi bidroho
Jhor jole tolpar.
Tomar jonnyo prithibir pothe
Mutho chunre sochhar.
Bikhyobe acho, biswas a bancho
Protirodhe bandho sur.
Paaye paaye cholo surjer deshe
Gaaye mekhe roddur.
Pothei dekha hobe.
Bondhu tomar swopno banchuk
Agamir biplobe.

326404665953066090

TRENDING NOW

326404665953066090