Prem Bengali poem in bengali font

Prem bengali poem in bengali font.

Poem: Prem ki? (প্রেম কি?)
Written by: Suman

যেদিন তুমি তার মোবাইল নাম্বার টা
তোমার স্মৃতি থেকে
ডিলিট করতে সক্ষম হবে,
সেদিন জানবে যে
তার অস্তিত্ব তোমার জীবন থেকে মুছে গেছে ।

এই পৃথিবীতে কেউ কারোর জন্যই নয় ।
প্রেম নামক যে জিনিসের গল্প দেওয়া হয়,
সেটা আসলেই কল্পনার জগতে থাকে ।
বাস্তবের মাটিতে হ্যাভিং আ গুড সেক্স ইজ ইম্পর্টেন্ট ।
সেক্স ই সব ।
প্রেম টেম সব ফালতু জিনিস ।
যে প্রেমে দেহ থাকবে না,
সে প্রেম এখনো আমরা শিখতে পারিনি ।
সবটাই স্বার্থ ।
টাকা, পয়সা, বাড়ি গাড়ি, কেমন ফ্যামিলি...
এতকিছুর পর আসে তুমি কেমন প্রেমিক!!


326404665953066090

TRENDING NOW

326404665953066090