Shokal Hashe song Lyrics from Dohon Movie
Movie: DohonSong: Shokal Hashe (সকাল হাসে)
Singers: Imran Mahmudul & Bushra Shariar
Music: Emon Shaha
Lyrics: Bushra Shariar
Starring: Siam Ahmed & Pujja Cherry
Label: Jazz Multimedia
Shokal Hashe song is from the bengali movie Dohon. This song is sung by Imran Mahmudul & Bushra Shariar.
Shokal Hashe lyrics in Bengali:
আমার সকাল হাসে,
তোমার চিলেকোঠায় ।
আর একফালি সুখ,
মনের আঙিনায় ।
আমি ঘুম হয়ে তাই
তোমার চোখেতে,
ভালোবাসার স্বপ্ন এঁকে যায় ।
জানিনা, বুঝিনা, কেন মন মানেনা ।
এই মন শুধু তোমাকে চাই ।
আমার সকাল হাসে...
মন আমার, কোন সে দূর, অজানায়
হারালো, ভালোবেসে তোমায় ।
তোমাতে বিলীন হয়ে আজ
লিখেছি প্রেমের কবিতা ।
ওগো বন্ধু আমার,
তুমি সেই কবিতার
ছন্দে গড়া পংক্তিমালা ।
জানিনা, বুঝিনা, কেন মন মানেনা ।
এই মন শুধু তোমাকে চাই ।
আমার সকাল হাসে...
এসেছে প্রেমেরই লগন ।
ওগো বন্ধু আমার
তুমি সেই লগনের
কিছু না বলা কথা আর নাই ।
জানিনা, বুঝিনা, কেন মন মানেনা ।
এই মন শুধু তোমাকে চাই ।
আমার সকাল হাসে
তোমার চিলেকোঠায় ।
আর একফালি সুখ,
মনের আঙিনায় ।
আমি ঘুম হয়ে তাই
তোমার চোখেতে,
ভালোবাসার স্বপ্ন এঁকে যায় ।।