Teen Cup Chaa song by Subho Pramanik তিন কাপ চা লিরিক্স
Song: Teen Cup Chaa (৩ কাপ চা)Singer: Subho Pramanik
Lyricist: Debaloy Bhattacharya
Music: Subho Pramanik
Music Label: SVF Music
Teen Cup Chaa song is composed and sung by Subho Pramanik. Lyrics of this song is penned by Debaloy.
Teen Cup Chaa song lyrics in Bengali:
এক দিন স্বপ্নে, দিন গুনি না ।
এক রাত ইচ্ছেরা,
কথা শোনে না ।
এক ঝাঁক কষ্টেরা, ঘুম ভাঙে না ।
এক কাপ চায়ে তোর,
দাম দেবো না ।
তুই এঁকে যা রামধনু,
এক চুমুকেই ।
জানি না কোন পেয়ালা,
দুচোখে আনে দেয়ালা ।
বেজে ওঠে কোন বেহালা,
তোর সুরে ।
কোন যে মন বেহায়া,
ভেসে ওঠে কার চেহারা ।
বেজে ওঠে কোন বেহালা,
মন সুরে ।
এক কাপ চায়ে তোর,
নাম দেবো না ।
এক কাপ চায়ে তোর,
দাম দেবো না ।
একদিন রোদ্দুরে,
হাত দেবো না ।
একরাত গল্পেরা,
ভোর হবে না ।
জানি না কোন পেয়ালা,
দুচোখে আনে দেয়ালা ।
বেজে ওঠে কোন বেহালা,
তোর সুরে ।
কোন যে মন বেহায়া,
ভেসে ওঠে কার চেহারা ।
বেজে ওঠে কোন বেহালা,
মন সুরে ।