Tomar Chokher Kalo Chai Lyrics Rupam Islam

Tomar Chokher Kalo Chai song lyrics by Rupam Islam

Song: Tomar Chokher Kalo Chai
Singer: Rupam Islam
Album: Neel Rong Chilo Bhison Priyo
Music & Lyrics: Rupam Islam

Ami Tomar Chokher Kalo Chai song is sung by Rupam Islam. He also composed the music & wrote the lyrics. Ami Tomar Chokher Kalo Chai Lyrics. Ami Tomar Chokher Kalo Chai Lyrics Bengali. Ami Tomar Chokher Kalo Chai Song Lyrics.

আমি তোমার চোখের কালো চাই গানটি হল রূপম ইসলাম এর গাওয়া। তিনি নিজেই গানটির সুর তৈরি করেছেন ও কথা লিখেছেন। আমি তোমার চোখের কালো চাই লিরিক্স।

Ami Tomar Chokher Kalo Chai Lyrics in Bengali:


আমি তোমার চোখের কালো চাই
তাই তোমার দিকে তাকাই ।
তুমি তাকাওনি আমার দিকে
তাই ধূসর বিকেল ।
কালো রাস্তাও রং হারায়,
ধূসর ধোঁয়ায় ।
কিছু শরীর কথা বলে যায়,
কোনো গভীর রাতের ইশারায় ।
আমি একলা জেগে শয্যায়, ষড়শয্যায় ।
মন ঘুমায়, তোমার কোলে হায় ।
আমি তোমার হাতের ছোঁয়া চাই
আর আমার নির্লজ্জতায় ।
খোঁজে শুধু তোমার আবরণ
এনে দাও শিহরণ ।
ঘুরি তোমাতে মৃত্যু নেশায় ।
আমি তোমার ভালোবাসা চাই
তাই তোমায় ভালোবেসে যাই
বলো আমার এমন চাহিদায়
কি মন দেওয়া যায়?
জীবন দেওয়া যায়?
হৃদয় দেওয়া যায়?
শরীর দেওয়া যায়?
না না না না না না না না না না
না না না না

আমি তোমায়, তোমার দেহকে
বিশ্বাস আর সন্দেহকে
খুঁজি হঠাৎ হঠকারিতায়
চিনি না তোমায় ।
অনামিকা বলে ডাকতে পারি কি তোমায়?


তোমার চোখের কালো চাই লিরিক্স:


Ami tomar chokher kalo chai
Tai tomar dike takai.
Tumi takaoni amar dike
Tai dhusor bikel.
Kalo rastao rong haray
Dhusor dhowai.
Kichu shorir kotha bole jai
Kono gobhir raater isharay.
Ami ekla jege sojyai, sorosojyai.
Mon ghumai, tomar koley hay.
Ami tomar haater chowa chai
Arr amar nirlojjotai.
Khonje shudhu tomar aboron,
Eney dao shihoron.
Ghuri tomate mrityu neshay.
Ami tomar bhalobasa chai
Tai tomay bhalobese jai.
Bolo amar emon chahiday
Ki mon deoya jai?
Jibon deoya jai?
Hridoy deoya jai?
Shorir deoya jai?
Na na na na na na na na na na
Na na na na.

Ami tomai, tomar dehoke
Biswas arr sondehoke
Khunji hotath hotokaritai
Chini na tomay.
Anamika bole dakte pari ki tomay?
326404665953066090

TRENDING NOW

326404665953066090