Tomar Ukijhuki song by Dhruba Guha featuring Raima Sen
Song: Tomar Ukijhuki (তোমার উঁকিঝুঁকি)Singer: Dhruba Guha
Music: Torik
Tune: Ahmmed Humayun
Lyricist: Tarik Tuhin
Cast: Apurba & Raima Sen
Label: Dhruba Music Station
"Tomar Ukijhuki" song is sung by Dhruba Guha. Music of this song is composed by Torik. Raima Sen has acted in this video song.
Tomar Ukijhuki Lyrics in Bengali:
আমার একলা প্রতিরাতে,
উদাসী ভাবনাতে,
আজও তোমার উঁকিঝুঁকি ।
ব্যস্ত শত কাজে
অলস ডায়েরি ভাঁজে
আজও তোমার উঁকিঝুঁকি ।
মন আঁধারের প্রদীপ,
তুমি রাত আঁধারের তারা ।
বিরহেরই সুরে,
তুমি সুখেরই ইশারা ।
আমার ক্লান্ত দুপুর জুড়ে
হৃদয় গহীন পুরে,
আজও তোমার উঁকিঝুঁকি ।
ব্যস্ত শত কাজে
অলস ডায়েরি ভাঁজে
আজও তোমার উঁকিঝুঁকি ।
প্রথম বর্ষা জলে
তুমি ভেজা প্রেমেরই হাওয়া ।
সাত জনমেরই স্বপ্ন
তুমি সকল চাওয়া পাওয়া ।
আমার প্রভাত শিশির ঘাসে,
আনন্দে, উচ্ছ্বাসে
আজ তোমার উঁকিঝুঁকি ।
ব্যস্ত শত কাজে
অলস ডায়েরি ভাঁজে
আজও তোমার উঁকিঝুঁকি ।
উদাসী ভাবনাতে,
আজও তোমার উঁকিঝুঁকি ।
ব্যস্ত শত কাজে
অলস ডায়েরি ভাঁজে
আজও তোমার উঁকিঝুঁকি ।।