Chand Sundori Lyrics Naeem

Chand Sundori Lyrics Naeem

Song: Chand Sundori
Singer: Naeem
Music: ZH Babu
Lyrics: A M Syamol
Label: Eagle Music

Chand Sundori song is sung by Naeem. The music of this song is composed by ZH Babu.

Chand Sundori Lyrics in Bengali:


আমি কি আর তোরে
বাসতে পারি ভালো ।
তুই যে হইলি চাঁদ সুন্দরী,
আমি কৃষ্ণ কালো ।
আমায় কেন কাঁদাইলি
শিরায় শিরায় পোড়াইলি?
থাকি কেমনে বল
আমি আর ভালো ।
তুই যে হইলি চাঁদ সুন্দরী,
আমি কৃষ্ণকালো ।

হলদে বরণ দেহ রে তোর
ঘন কালো চুর ।
প্রলয় স্রোতে যাই হারিয়ে
আমি অচিনপুর ।
হারালে চাঁদ, যাই হারিয়ে
থাকি কেমনে ভালো?
তুই যে হইলি চাঁদ সুন্দরী,
আমি কৃষ্ণ কালো ।

আমি কি আর তোরে
বাসতে পারি ভালো ।
তুই যে হইলি চাঁদ সুন্দরী,
আমি কৃষ্ণ কালো ।

নদীর বুকে ভীষণ খরা
ঘন বরষায় ।
প্রাণ বন্ধুয়ায় আমারে কি
তোর মনে চায় ।

হারালে চাঁদ, যাই হারিয়ে
থাকি কেমনে ভালো?
তুই যে হইলি চাঁদ সুন্দরী,
আমি কৃষ্ণ কালো ।

Ami ki arr tore
baste pari bhalo.
Tui je hoili chand sundori,
Ami krishno kalo.
Amai keno kandaili
Shirai shirai poraili?
Thaki kemne bol
Ami arr bhalo.
Tui je hoili chand sundori,
Ami krishno kalo.


326404665953066090

TRENDING NOW

326404665953066090