Dhire Dhire Lyrics from Rosogolla Movie
- Song: Dhire Dhire (ধীরে ধীরে)
- Movie: Rosogolla
- Singers: Timir Biswas, Raj Barman, Harish Sagane, Arnab Dutta
- Label: Windows
Dhire Dhire song is from the movie Rosogolla.
Dhire Dhire Lyrics in Bengali Rosogolla Movie:
ধীরে ধীরে হাওয়া বাড়ে
হাওয়া বাড়ে ধীরে ধীরে ।
হাওয়া নিয়ে খবর ওড়ে
শোকগাঁথা ঘরে ঘরে ।
ধীরে ধীরে দেখো হাওয়া বাড়ে
হাওয়া বাড়ে দেখো ধীরে ধীরে ।
কালবোশেখী ঘূর্ণি হবে
এলোমেলো ঝড় রে ।
ওরে নবীন ওরে কাঁচা
আধমরা দের বাঁচা ।
ওরে নবীন ওরে কাঁচা
ভেঙে ফেল রে খাঁচা ।
কাঁধে বোঝা, নইতো সোজা ।
করতে হবে পার ।
তুই মাঝি, তুই মোল্লার
করবি পারাপার ।
ধীরে ধীরে দেখো হাওয়া বাড়ে
হাওয়া বাড়ে দেখো ধীরে ধীরে ।
কালবোশেখী ঘূর্ণি হবে
এলোমেলো ঝড় রে ।
ওরে নবীন ওরে কাঁচা
আধমরা দের বাঁচা ।
ওরে নবীন ওরে কাঁচা
ভেঙে ফেল রে খাঁচা ।
ভীষণ অসম্ভব ঘটবেই,
যা হবার তা হবেই ।
কালো মেঘের ছায়া সরেছে ।
শোন রে আত্মভোলা তোর
মিঠে হাসি নিয়ে,
সবাই তোর পথ চলা চলেছে ।
তুই পাগল সেই হাওয়া যে
ডানায় দেয় উস্কানি ।
সব নতুন ভাবনারা উড়েছে ।
তুই দিশা সেই দিকে যা
বানায় স্বপ্ন কাহিনী ।
সব নতুন রঙেতে রেঙেছে ।
Rosogolla Movie hit song:
ধীরে ধীরে লিরিক্স:
Dhire Dhire Hawa Bare
Hawa bare dhire dhire.
Hawa niye khobor ore
Shok gatha ghore ghore.
Dhire dhire dekho hawa bare
Hawa bare dekho dhire dhire.
Kalboshekhi ghurni hobe
Elomelo jhor re.
Ore nobin ore kancha
Adhmora der bancha.
Ore nobin ore kancha
Bhenge fel re khancha.